ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে টিকিট বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি আইন অনুযায়ী বহির্বিভাগে ডাক্তার দেখাতে রোগীপ্রতি টিকিটের মূল্য তিন টাকা নির্ধারিত হলেও আদায় করা হচ্ছে পাঁচ থেকে দশ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে দালাল ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হাতে লাঞ্ছিত হতে হয় রোগীদের। দীর্ঘদিন এ অনিয়ম চলছে বলে অভিযোগ রোগী ও তাঁর স্বজনদের।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী গ্রাম থেকে চিকিৎসা নিতে আসেন মো. সমসের আলী। লাইনে দাঁড়িয়ে তিনি বহির্বিভাগের টিকিট কাটেন। টিকিটের মূল্য হিসেবে তাঁর কাছ থেকে দশ টাকা নেওয়া হয়।
উপজেলার গোলাপ নগর গ্রাম থেকে আসা রহিমা বেগম বলেন, ‘আমি কাউন্টারে এসে টিকিট চাইলে দশ টাকা দাবি করেন কাউন্টারে থাকা মো. সফিকুল ইসলাম। তিন টাকার কথা বললে তিনি আমাকে লাইনের পাশে দাঁড় করিয়ে রাখেন এবং বলেন, ‘‘বেশি কথা বললে টিকিট দেব না’’।’
বরটিয়া থেকে আসা সখিনা আক্তার বলেন, ‘আমার নিকট থেকে পাঁচ টাকা নেওয়া হয়েছে। দুই টাকা ফেরত চাইলে ভাংতি নেই বলে আমাকে দেয়নি।’
হাসপাতাল সূত্রে জানা যায়, বহির্বিভাগে গড়ে প্রতিদিন টিকিট কেটে ডাক্তার দেখান ২ শ জনের ওপরে। সেই হিসেবে গত এক বছরে প্রায় ৬০ হাজার জন রোগী ডাক্তার দেখান। প্রতি রোগী থেকে অতিরিক্ত ২ থেকে ৭ টাকা করে বেশি নিলে কয়েক লাখ টাকা বেশি নিচ্ছেন রোগীদের কাছ থেকে।
এ বিষয়ে জানতে চাইলে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. সফিকুল ইসলাম বলেন, ‘ভাংতি না থাকার কারণে পাঁচ-দশ টাকা নিয়ে থাকি। এটা সবাই জানেন।’
ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আছমা আক্তার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি নির্দেশনা দেওয়া আছে তিন টাকা করে নেওয়ার। বেশি নেওয়ার অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে টিকিট বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি আইন অনুযায়ী বহির্বিভাগে ডাক্তার দেখাতে রোগীপ্রতি টিকিটের মূল্য তিন টাকা নির্ধারিত হলেও আদায় করা হচ্ছে পাঁচ থেকে দশ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে দালাল ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হাতে লাঞ্ছিত হতে হয় রোগীদের। দীর্ঘদিন এ অনিয়ম চলছে বলে অভিযোগ রোগী ও তাঁর স্বজনদের।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী গ্রাম থেকে চিকিৎসা নিতে আসেন মো. সমসের আলী। লাইনে দাঁড়িয়ে তিনি বহির্বিভাগের টিকিট কাটেন। টিকিটের মূল্য হিসেবে তাঁর কাছ থেকে দশ টাকা নেওয়া হয়।
উপজেলার গোলাপ নগর গ্রাম থেকে আসা রহিমা বেগম বলেন, ‘আমি কাউন্টারে এসে টিকিট চাইলে দশ টাকা দাবি করেন কাউন্টারে থাকা মো. সফিকুল ইসলাম। তিন টাকার কথা বললে তিনি আমাকে লাইনের পাশে দাঁড় করিয়ে রাখেন এবং বলেন, ‘‘বেশি কথা বললে টিকিট দেব না’’।’
বরটিয়া থেকে আসা সখিনা আক্তার বলেন, ‘আমার নিকট থেকে পাঁচ টাকা নেওয়া হয়েছে। দুই টাকা ফেরত চাইলে ভাংতি নেই বলে আমাকে দেয়নি।’
হাসপাতাল সূত্রে জানা যায়, বহির্বিভাগে গড়ে প্রতিদিন টিকিট কেটে ডাক্তার দেখান ২ শ জনের ওপরে। সেই হিসেবে গত এক বছরে প্রায় ৬০ হাজার জন রোগী ডাক্তার দেখান। প্রতি রোগী থেকে অতিরিক্ত ২ থেকে ৭ টাকা করে বেশি নিলে কয়েক লাখ টাকা বেশি নিচ্ছেন রোগীদের কাছ থেকে।
এ বিষয়ে জানতে চাইলে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. সফিকুল ইসলাম বলেন, ‘ভাংতি না থাকার কারণে পাঁচ-দশ টাকা নিয়ে থাকি। এটা সবাই জানেন।’
ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আছমা আক্তার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি নির্দেশনা দেওয়া আছে তিন টাকা করে নেওয়ার। বেশি নেওয়ার অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪