Ajker Patrika

স্মার্টফোন মেলা ৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ৪৩
স্মার্টফোন মেলা ৬ জানুয়ারি

করোনা পরিস্থিতির কারণে দুই বছর বিরতির পর আবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। ৬ জানুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা শুরু হবে। তিন দিনের মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকেরা জানান, মেলায় সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে। সেই সঙ্গে থাকছে প্রথমবারের মতো ৫জি এক্সপিরিয়েন্স জোন। মেলায় দর্শকেরা ঢুকতে পারবেন বিনা মূল্যে। তবে মাস্ক পরা বাধ্যতামূলক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান, টেলিটকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আবু হাসান মাসুদ, স্যামসাং মোবাইলের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং ফজলুল মুসাইর চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত