Ajker Patrika

৮ ইউপির ৭টিতে বিএনপির ১১ প্রার্থী

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮: ১০
Thumbnail image

মির্জাপুর উপজেলার ১৪টি ইউপির মধ্যে পঞ্চম ধাপে আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। এর মধ্যে সাত ইউপিতে বিএনপির ১১ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, উপজেলার উয়ার্শী ইউনিয়ন ছাড়া অন্য সাত ইউপিতে বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মহেড়া ইউপিতে রয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খোকন, গোড়াই ইউপিতে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার পারভেজ, বাঁশতৈল ইউপিতে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এসএম রুবেল, আনাইতারা ইউপিতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান বাবুল এবং ওই ইউনিয়নের বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল জিহাদী, ভাতগ্রাম ইউপিতে ওই ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাহাদত হোসেন, জামুকী ইউপিতে উপজেলা বিএনপির সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আলী এজাজ খান, উপজেলা যুব দলের সদস্যসচিব ডিএ মতিন ও ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ফিরোজ আলম মোক্তার। এ ছাড়া বানাইল ইউপিতে উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল্লা আল মামুন সিদ্দিকী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. হাসান উদ্দিন লিটন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তবে স্থানীয় বিএনপির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত