Ajker Patrika

জনসভায় খুলনার ৫০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
Thumbnail image

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে খুলনা অঞ্চল থেকে ৫০ হাজারের অধিক মানুষ অংশ নিচ্ছেন। গতকাল শুক্রবার খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এ তথ্য জানিয়েছেন। এ জন্য ৫ শতাধিক বাস, বিপুলসংখ্যক মাইক্রোবাস, জিপ ও প্রাইভেট কারের ব্যবস্থা করা হয়েছে।

বাবুল রানা জানান, খুলনা মহানগর ও জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ শনিবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে জনসভার উদ্দেশে খুলনা ছাড়ার কথা। এ জন্য সব যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া তাঁদের জন্য খাবার, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী সুজি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভায় অংশ নিতে জেলা আওয়ামী লীগের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পাঁচ হাজার নেতা-কর্মী জনসভায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাঁরা গতকাল রাতেই জনসভার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা দিয়েছেন।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধনকে সফল করতে মহানগরী খুলনাসহ এ অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রংবেরঙের ডিজিটাল ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে গতকাল শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর ওপর নির্মিত থিম সং এবং উদ্বোধনী অনুষ্ঠানের অডিও সম্প্রচার করা হয়। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনতে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত