Ajker Patrika

লাকীর জন্মদিনে মেহরীনের গান

আপডেট : ০৭ জুন ২০২২, ১০: ১৭
লাকীর জন্মদিনে মেহরীনের গান

বাংলা সংগীতের কিংবদন্তি সুরস্রষ্টা প্রয়াত লাকী আখান্দ্‌। নন্দিত এই শিল্পীর জন্মদিন আজ। প্রয়াত সুরকার-সংগীত পরিচালক ও শিল্পীর এবারের ৬৬তম জন্মদিনে প্রকাশ পেতে যাচ্ছে তাঁরই সুর করা অপ্রকাশিত গান ‘সে গানেরই পাখি’। গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ, গেয়েছেন মেহরীন মাহমুদ।

‘ফ্যানস অব লাকী আখান্দ্’-এর আয়োজনে সোনারগাঁও হোটেলে আজ বিকেলে গানটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারী উদ্যোক্তা ও মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক।

গানটি সম্পর্কে মেহরীন বলেন, ‘লাকী ভাইয়ের জন্মদিনে তাঁকে উৎসর্গ করে গান তৈরির পরিকল্পনাটা অনেক দিনের। প্রথমে তাঁরই পুরোনো কোনো গান নতুন করে গাইতে চেয়েছিলাম। পরে জানতে পারি তাঁর সুর করা অপ্রকাশিত একটি গান আছে। সেটা তো আমার জন্য বড় পাওয়া হয়ে গেল। মাসখানেকের ওপর প্র্যাকটিস শেষে গত সপ্তাহে গানটিতে কণ্ঠ দিয়েছি। গানের ভিডিও নির্মাণ করেছেন তাহসিন-নাঈম। পর্দায় আমার সঙ্গে দুজন মডেলও থাকবেন।’

লাকী আখান্দের জন্ম ১৯৫৬ সালের ৭ জুন, ঢাকার পাতলা খান লেনে। মাত্র ৫ বছর বয়সেই বাবার কাছে গানের হাতেখড়ি তাঁর। ১৯৭৫ সালে ছোট ভাই হ্যাপী আখান্দের একটি অ্যালবামের সংগীতায়োজন করেন লাকী। এরপর ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখান্দ্‌। তাঁর জনপ্রিয় গান ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’ ইত্যাদি।

২০১৭ সালের ২১ এপ্রিল মারা যান লাকী আখান্দ্‌।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...