Ajker Patrika

পেট্রলের দাম লন্ডনের চেয়ে বাংলাদেশে কম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ৫৭
পেট্রলের দাম লন্ডনের চেয়ে বাংলাদেশে কম

‘ডিজেল, পেট্রল, বিদ্যুৎ ও সারের মূল্যে সরকার ভর্তুকি দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। গতকাল শনিবার দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘লন্ডনে ১ লিটার পেট্রলের দাম বাংলাদেশি টাকায় ১১০ টাকা। আর আমাদের দেশে ৯০ টাকা। এখন সেখানে দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটারে দাঁড়িয়েছে ৩৮৫ টাকা। আমাদের সরকার ৯০ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করেছে। আর বাকি টাকা সরকার ভর্তুকি দিতেছে। সারের মূল্যেও সরকার ভর্তুকি দিচ্ছে। ডিজেলে ভর্তুকি দিতেছে। পেট্রলে ভর্তুকি দিতেছে। বিদ্যুতে তো মারাত্মক ভর্তুকি দিতেছে সরকার।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলী। সভায় আরও বক্তব্য দেন পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, মো. আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারুক আল ফয়সাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত