Ajker Patrika

গৌরীপুরে প্রার্থী দেখে হতাশা একাংশের

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ০৩
গৌরীপুরে প্রার্থী দেখে হতাশা একাংশের

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গৌরীপুরের ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে প্রার্থী দেখে হতাশার কথা জানিয়েছেন অনেক নেতা-কর্মী। তবে হতাশা থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী জানান, এসব প্রার্থীর জয় পাওয়া কঠিন হবে।

একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘দলের সাধারণ কর্মীরা জনবান্ধব প্রার্থী চায়। এই ইউনিয়ন দীর্ঘদিন যাবৎ বিএনপির দখলে। কতটুকু সফল হওয়া যাবে জানি না।’

অপর এক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে সাধারণ নেতা–কর্মীরা হতাশ।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

আরেক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘এই ইউনিয়নে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি লন্ডনপ্রবাসী। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ভোটাররা চেনে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘মনোনয়ন বঞ্চিতদের মাঝে মান-অভিমান থাকতেই পারে। তবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত