Ajker Patrika

বৃদ্ধাশ্রমে আবেগাপ্লুত রুনা লায়লা

বৃদ্ধাশ্রমে আবেগাপ্লুত রুনা লায়লা

শনিবার রাজধানীর উত্তরায় ‘আপন ভুবন’ বৃদ্ধাশ্রমে যান উপমহাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লা। মূলত সেখানে থাকা বৃদ্ধ মায়েদের সঙ্গে সময় কাটাতেই বৃদ্ধাশ্রমটিতে গিয়েছিলেন তিনি। শিল্পীকে কাছে পেয়ে ভীষণ খুশি হন আশ্রমের বৃদ্ধারা। তাঁদের সঙ্গে অনেকটা সময় গল্প করেন রুনা লায়লা।

রুনা লায়লা জানিয়েছেন, আশ্রমের মায়েদের মাঝে নিজের প্রয়াত মাকে খোঁজার চেষ্টা করছিলেন তিনি। আগেও বৃদ্ধাশ্রমে যাওয়ার অভিজ্ঞতা আছে রুনার। তবে এবার তিনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানালেন। মায়েদের অনুরোধে রুনা লায়লা গান গেয়েও শোনান তাঁদের।

‘আপন ভুবন’ পরিদর্শন শেষে রুনা লায়লা বলেন, ‘নানা বয়সের মায়েরা আছেন এখানে। এমনকি কারও কারও বয়স ১০০ বছর পেরিয়েছে। কেমন সন্তান তারা, যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ব্যাপারটা খুবই অমানবিক। তবে এখানে তাঁরা বেশ ভালো আছেন। যাঁরা নিজেদের সততা দিয়ে, শ্রম দিয়ে আপন ভুবন প্রতিষ্ঠা করেছেন, তাঁদের সাধুবাদ জানাই। এখনো সমাজে এমন মানুষ আছে বলে সমাজটা এত সুন্দর। এই মায়েদের সঙ্গে সময় কাটাতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে।’

এ সময় সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি আপন ভুবনের মতো প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার অনুরোধ করেন রুনা লায়লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত