Ajker Patrika

শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে ডায়রিয়া রোগী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৩৭
শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে ডায়রিয়া রোগী

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সিরাজগঞ্জের তাড়াশে গত ১৯ দিনে উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডায়রিয়ায় আক্রান্ত তিন শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে ১১৯ জনকে।

এ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৫৫টি শিশু হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩০টি শিশুকে হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর অধিকাংশ ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।

হাসপাতালের আবাসিক চিকিৎসক রুম্মান জানিয়েছেন, ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকারি এ হাসপাতালে এ ধরনের রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ১৯ দিনে এ হাসপাতালে ১১৯ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিল। একই সময়ে জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ডায়রিয়ায় আক্রান্ত ১৮০ জন ও নিউমোনিয়ায় আক্রান্ত ৫৫ জন। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তদের অধিকাংশই শিশু।

হাসপাতালে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মূলত শীতকালে কখনো কখনো ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। এবারও

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এ এলাকায় শীতকালীন ডায়রিয়া ও নিউমোনিয়ায় রোগী বেড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ সরকারি এ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিলে তিন থেকে চার দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ও কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন নির্ধারণ ১৩ নভেম্বর

এলাকার খবর
Loading...