Ajker Patrika

মুজার সঙ্গে জেফারের নতুন গান

মুজার সঙ্গে জেফারের নতুন গান

গত বছর হাবিব ওয়াহিদের সঙ্গে গান গেয়ে চমক দিয়েছিলেন মুজা। ‘বেণি খুলে’ শিরোনামের গানটি ইউটিউব ট্রেন্ডিংয়েও ছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই গায়ক-কম্পোজার আলোচিত হয়েছিলেন ‘নয়া দামান’ দিয়ে।  এবার জেফার রহমানের সঙ্গে নতুন গান নিয়ে আসছেন মুজা। ‘ঝুমকা’ শিরোনামের গানটি লিখেছেন মুজা ও জেফার। তাঁদের সঙ্গে ছিলেন শিবু। মুজা নিজেই সংগীতায়োজন করেছেন। শুধু তা-ই নয়, জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখের কোরিওগ্রাফিতে গানটির ভিডিওতে দেখা যাচ্ছে মুজা ও জেফারকে।

নতুন গান নিয়ে জেফার বলেন, ‘অনেক দিন ধরেই গানটি নিয়ে মুজার সঙ্গে পরিকল্পনা হচ্ছিল। সম্প্রতি সে যখন দেশে এসেছিল তখন আমরা গানটি সম্পূর্ণ করি। গানটি শোনার পর দুজনেরই ভালো লেগেছে। এরপর সিদ্ধান্ত নেই ভিডিও নির্মাণের। এতে আমাকে একেবারেই ভিন্ন এক লুকে দেখা যাচ্ছে।’

জেফার আরও বলেন, ‘ঝুমকা গানটি মুজা ও আমার কাছে বিশেষ কিছু। গানটি লেখা থেকে শুরু করে সুর, মিউজিক, ভিডিও নির্মাণ সবকিছুই দুজনে একসঙ্গে করেছি। আশা করছি দর্শক নতুন কিছু পাবেন।’ শুক্রবার মুজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত