Ajker Patrika

চারঘাটে বেড়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব

সনি আজাদ, চারঘাট 
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৬
চারঘাটে বেড়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব

চারঘাটে বেড়েছে স্বাভাবিক সন্তান প্রসব। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে চারঘাট উপজেলা হাসপাতালের গাইনি বিভাগে ৯৩৩টি শিশু স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছে। একই সময়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম নিয়েছে ২৭টি।

হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারি মাসে ৮৭ জন, ফেব্রুয়ারিতে ৮৫, মার্চে ১০৫, এপ্রিলে ৯২, মে মাসে ৭৮, জুনে ৮২, জুলাইয়ে ৭১, আগস্টে ৮৪, সেপ্টেম্বরে ৮৯, অক্টোবরে ৮৮ ও নভেম্বরে ৭২ জন শিশু নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করে। এদের মধ্যে ৪টি যমজ শিশু রয়েছে।

গত বৃহস্পতিবার সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বাভাবিক প্রক্রিয়ায় একই দিনে পাঁচটি শিশু জন্মগ্রহণ করেছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. রেশমী আক্তার রাহী জানান, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা যেমন-ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ, গর্ভের বাচ্চার হার্ট রেট বেড়ে গেলে বা কমে গেলে এবং নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে সে ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির পরামর্শ দেওয়া হয়ে থাকে।

তিনি আরও বলেন, ‘স্বাভাবিক প্রসব মা ও সন্তান উভয়ের জন্যই ভালো। ডেলিভারির ১২ ঘণ্টার মধ্যেই মায়েদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া সম্ভব। মায়েরা শিগগিরই স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘গর্ভে সন্তান আসার পর থেকেই স্বাভাবিক প্রসবের বিষয়ে রোগীদের উৎসাহিত করেছি। এ ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি। এ জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত