Ajker Patrika

প্রথমবার একক কনসার্টে প্রীতম হাসান

প্রথমবার একক কনসার্টে প্রীতম হাসান

প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে আসছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। ২৬ অক্টোবর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ৪ নম্বর হলে গান শোনাবেন প্রীতম। ‘দ্য নাইট অব প্রীতম হাসান’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করেছে ফোনিক্স কমিউনিকেশন।

কনসার্ট উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শ্রোতাদের কাছে পছন্দের গানের তালিকা চেয়েছিলেন প্রীতম। সেখান থেকে ১৮টি গান বেছে নিয়েছেন তিনি। এ তালিকায় রয়েছে ‘আসো মামা হে’, ‘খোকা’, ‘ভেঙে পড়ো না’, ‘সত্যি নাকি ভুল’, ‘দেওরা’র মতো জনপ্রিয় গান।

নিজের প্রথম একক কনসার্ট নিয়ে প্রীতম বলেন, ‘জানতাম এমন একদিন আসবে, যেদিন শ্রোতারা সামনে বসে একে একে আমার গানগুলো শুনবেন। এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। খুব উত্তেজনা কাজ করছে।’

এই কনসার্টে প্রীতম হাসানের সঙ্গে গাইবেন জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী। তবে কারা গাইবেন, তা এখনো জানা যায়নি। প্রীতম হাসান জানান, এটি দর্শকের জন্য চমক হিসেবে থাকছে। আনুষ্ঠানিকভাবে শিল্পীদের নাম না জানালেও শোনা যাচ্ছে, এ দিন প্রীতম হাসানের সঙ্গে গাইতে পারেন হাবিব ওয়াহিদ, ইমন চৌধুরী, মাশা ও জেফার। শিগগির সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।কনসার্ট শুরু হবে ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিটের প্রি বুকিং।

গানের পাশাপাশি নিয়মিত অভিনয়েও দেখা যাচ্ছে প্রীতম হাসানকে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মের শুটিং। বানাচ্ছেন শিহাব শাহীন। এতে প্রীতমের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ। দেশের পাশাপাশি সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। মুক্তি পাবে চরকিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত