Ajker Patrika

বরকল ও জুরাছড়িতে বিদ্যুৎ নেই চার দিন

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
Thumbnail image

রাঙামাটির জুরাছড়ি-বরকল উপজেলায় চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এতে সরকারি-বেসরকারি দপ্তরসহ জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বিদ্যুৎ-সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ আসার কোনো খবর পাওয়া যায়নি।

বিদ্যুৎ না থাকায় জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে। অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিক্সন চাকমা বলেন, ব্যাংকের নিজস্ব সোলার প্যানেল দিয়ে কোনোরকমে লেনদেন চালাচ্ছি। কোনো অবস্থায় প্রিন্ট দেওয়া সম্ভব হচ্ছে না।

বনযোগীছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা ও খাগড়াছড়ির উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমা বলেন, বিদ্যালয়ে গরমে পাঠদান ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাস। ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রের সুপার শান্তিময় চাকমা বলেন, পরীক্ষার্থীরা গরমে অসুস্থ হয়ে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনন্যা চাকমা বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ কর্মসূচি কোভিড-১৯ টিকা কার্যক্রম বাস্তবায়নে সরবরাহ টিকা সংরক্ষণ নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি।’ স্থানীয় হোটেল ব্যবসায়ী মো. আলী, মো. কবির মিয়া, আবুল কাসেম জানান, ফ্রিজে রাখা সবজি ও মাংস, মাছ নষ্ট হয়ে গেছে। এতে অনেক লোকসান হয়েছে বলে তাঁরা জানান।

বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা শুধুই আশ্বাস দিয়েই যাচ্ছেন। কথায় আর কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা বলেন, তীব্র দাবদাহে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। যেকোনো সময় গ্রাহকেরা বিক্ষোভ করতে পারে।

কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি আবাসিক প্রকৌশলী আসফাকুব রহমান মুজিব বলেন, ‘২৪ সেপ্টেম্বর কাপ্তাই চন্দ্রঘোনা সাবস্টেশনে ব্রেকার নষ্ট হয়ে গেছে। এতে বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকল লাইন বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সচল করা হলে বিলাইছড়ি বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। জুরাছড়ি ও বরকল উপজেলায় আমি দায়িত্বে নেই। তাই কোনো মন্তব্য করতে পারছি না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, বিদ্যুৎ-সংযোগ দ্রুততম চালু করার জন্য বিদ্যুৎ বিভাগের সঙ্গে বারবার কথা বলা হচ্ছে। 
রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল রহমান জানান, বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তবে জুরাছড়ি ও বরকল সংযোগ লাইনের সমস্যার কারণে ব্রেকার বন্ধ হয়ে যাচ্ছে। লাইনের সমস্যা খুঁজে বের করতে কর্মীরা সকাল থেকে তীব্র রোদে কাজ করছেন। যত দ্রুত সম্ভব সংযোগ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত