Ajker Patrika

দুই নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

দোহার ও বন্দর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ৩৮
দুই নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার দোহার ও নারায়ণগঞ্জের বন্দরে পৃথকভাবে নিখোঁজের পর দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দোহার থেকে আরমিন শাহরিন বিপাশা (২৭) এবং বন্দর থেকে আব্দুল মোহসিনের (৭০) লাশ উদ্ধার করা হয়।

আরমিন শাহরিন বিপাশা দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন খান রাজীবের ভাগনি। তিনি তিন দিন আগে নিজ বাড়ি লটাখোলা নাগেরকান্দা থেকে রাগ করে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সোমবার দোহার থানায় একটি জিডি করে পরিবার। গতকাল দোহার পৌরসভার মাহমুদিয়া আলিম মাদ্রাসার পেছনের নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

দোহার থানার এসআই মো. লিয়াকত হোসেন বলেন, ‘তাৎক্ষণিক কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের পর বলা যাবে।’

অন্যদিকে নারায়ণগঞ্জের বন্দরে দুদিন নিখোঁজ থাকার পর মানসিক ভারসাম্যহীন আব্দুল মোহসিনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বন্দরের ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মোহসিন ৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বন্দর থানার উপপরিদর্শক কৃষ্ণ পোদ্দার বলেন, লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে থানার ওসিসহ পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ছেলে তরিকুল বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত