Ajker Patrika

দরপত্র ছিনতাই, আটকের পর মুক্ত দুই নেতা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
দরপত্র ছিনতাই, আটকের পর মুক্ত দুই নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে গতকাল বুধবার মেডিকেল সার্জিকেল রি-এজেন্ট ও ওষুধ সরবরাহের দরপত্র ছিনতাই হয়েছে। এ অভিযোগে দুই যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র জমা দিতে আসা মেসার্স শাহিন ফার্মেসি নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. সায়েম (৩৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনকে (৪০) আটক করে।

এ ঘটনায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মেসার্স শাহিন ফার্মেসির স্বত্বাধিকারী হাসান মুনসুর শাহিন। তিনি বলেন, ‘গতকাল সকালে আমাদের প্রতিষ্ঠানের পক্ষে দরপত্র জমা দিতে গেলে কয়েকজন ব্যক্তি হাসপাতালের সামনে গতিরোধ করেন। এ সময় মার্কেটিং ম্যানেজার মো. সাদমানকে (৩৪) ধরে হাসপাতালের পেছনে নিয়ে গিয়ে সঙ্গে থাকা দরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও পে-অর্ডারের চেক ছিনিয়ে নেন। পরে ৯৯৯–এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়া হলে পুলিশ এসে সাদমানকে উদ্ধার করে। আর দুই যুবলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।

দরপত্র জমা দেওয়ার সময়সূচি পার হয়ে গেলে যুবলীগ নেতা সায়েম পে-অর্ডারের কপি ফেরত দিয়ে দেন বলে জানান হাসান মুনসুর শাহিন।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘স্বাস্থ্য বিভাগের ২০২১-২২ অর্থ বছরের এমএসআর দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল গতকাল। এ লক্ষ্যে ৬৩টি শিডিউল বিক্রি হয়। এর মধ্যে জমা পড়ে ৩৪টি। মেসার্স শাহীন ফার্মেসির পক্ষ থেকে শিডিউল কেড়ে নেওয়ার লিখিত অভিযোগ পাই। পরে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুজনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত