Ajker Patrika

পানির বিল পুনর্বিবেচনার দাবি

সিলেট প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৪
পানির বিল পুনর্বিবেচনার দাবি

সিলেট সিটি করপোরেশনের পানির বিল পুনর্বিবেচনার দাবিতে মেয়রের কাছে স্মারকলিপি পেশ করেছেন ১৮ নম্বর ওয়ার্ডবাসী। গতকাল সোমবার মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এই স্মারকলিপি পেশ করেন তাঁরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে সিলেট সিটি করপোরেশনের পানির বিল নিয়ে মানুষ দিশেহারা। যে হারে পানির বিল বাড়ানো হয়েছে তা সাধারণ মানুষের পক্ষে পরিশোধ করা কষ্টসাধ্য। ওয়ার্ডের সাধারণ মানুষের কথা চিন্তা করে বর্ধিত পানির বিল পূর্বের অবস্থায় রাখার আহ্বান জানান তাঁরা।

স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষে ঝরণা তরুণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আহমদ, সদস্য সাজুওয়ান, মুরাদ আহমদ, কামরান আহমদ, শাহাদত আহমদ মাছুম, আব্দুর রহমান, মামুন আহমদ, আব্দুল আহাদ, মো. আব্দুল মতিন, মো. আশিক হোসেন, ডা. মোহাম্মদ জাকারিয়া, মো. মহসিন, মো. তারু মিয়া, একেএম আলী আজগর, আব্দুস সাত্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত