Ajker Patrika

ইজিবাইকচালক ৫ দিন ধরে নিখোঁজ

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৬
ইজিবাইকচালক ৫ দিন ধরে নিখোঁজ

গৌরীপুরে ইজিবাইকসহ মো. ইয়াছিন (১৫) নামে এক চালক পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৫ ডিসেম্বর তিনি ইজিবাইক নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় গত সোমবার তাঁর বাবা গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মো. ইয়াছিন উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আল-আমিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে গরু বিক্রি ও এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক কেনে ইয়াছিনের পরিবার। ইয়াছিন গৌরীপুর-শাহগঞ্জ ও গৌরীপুর-রামগোপালপুর সড়কে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন। গত রোববার সকালে ইয়াছিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘নিখোঁজ চালকের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত