Ajker Patrika

গৃহনির্মাণশ্রমিক উপপরিষদের নির্বাচন আজ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ৫২
গৃহনির্মাণশ্রমিক উপপরিষদের নির্বাচন আজ

বগুড়ার সারিয়াকান্দিতে গৃহনির্মাণশ্রমিক উপপরিষদের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মাঝখানে থাকবে জুমার নামাজের বিরতি। নির্বাচনে ১ হাজার ৫২৯ জন শ্রমিক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সারিয়াকান্দি গৃহনির্মাণশ্রমিক উপপরিষদের অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহসভাপতিতে ২ জন, সাধারণ সম্পাদকে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদকে ২ জন, সাংগঠনিক সম্পাদকে ২ জন, কোষাধ্যক্ষে ২ জন ও দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন ছাড়াই সহ-সাংগঠনিক পদে রবিন মিয়া, প্রচার সম্পাদক পদে ডালিম মিয়া, ক্রীড়া সম্পাদক পদে শুকুর আলী এবং ধর্মবিষয়ক সম্পাদক পদে হযরত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন স্থগিত চেয়ে গত রোববার সারিয়াকান্দি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন শ্রমিকদের এক পক্ষ। অপরদিকে তাঁদের অভিযোগ অস্বীকার করে সোমবার সারিয়াকান্দি প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা।

শ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার মাইকিং হয়েছে। প্রার্থীদের এবং ভোটার শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল চা স্টলসহ সব জনসমাগম কেন্দ্র। উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক পোস্টারে ভরে গেছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম এ বিষয়ে বলেন, ‘ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। শ্রমিকেরা যাতে তাঁদের ভোটাধিকার নিরাপদে প্রয়োগ করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত