বরিশাল প্রতিনিধি
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিসিসির সড়ক পরিদর্শক রাজিব হোসেন খান তাঁকে মারধর করার অভিযোগে গত রোববার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় সরকারি বরিশাল কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামানকেও আসামি করা হয়েছে।
কাউন্সিলর বিপ্লব জানিয়েছেন তিনিও আইনগত ব্যবস্থা নেবেন।
এর আগে গত রোববার বিকেল ৩টা থেকে বিসিসির কিছু কর্মচারী ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে রাত ১১টা পর্যন্ত বিএম কলেজ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিসিসির কর্মচারীর অবস্থান নেওয়ার পর পরই কাউন্সিলর বিপ্লব ও তাঁর সমর্থকেরা সিঅ্যান্ডবি সড়কে অবস্থান করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে তাঁদের সঙ্গে বিসিসির আরও ৯ জন কাউন্সিলর যোগ দেন।
তবে প্রশাসনের অনুরোধে রোববার ইফতারির আগে কাউন্সিলর ও তাঁদের সমর্থকেরা মহাসড়ক ছেড়ে চলে যান।
বিপ্লবসহ ১০ জন কাউন্সিলর বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী। তাঁরা সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজীব হোসেন মামলায় তাকে কর্তব্য পালনে বাধা, আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
উল্লেখ্য, নগরের গোরস্থান রোডে চারতলা ভবন নির্মাণ করছেন মো. কামরুজ্জামান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব রোববার বিকেলে জানান, ভবন নির্মাণকাজ শুরুর পর থেকে সিটি করপোরেশন কর্মচারী পরিচয় দিয়ে একদল যুবক নির্মাণকাজের নানা ত্রুটি দেখিয়ে কলেজশিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে। একজন নিরীহ শিক্ষককে হয়রানি করায় তিনি প্রতিবাদ করেন। এটিকে অজুহাত বানিয়ে রোববার বিকেলে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এসে তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষায় বিক্ষোভ শুরু করেন বিসিসির কিছু কর্মচারী।
মামলায় আসামি করার পর শিক্ষক কামরুজ্জামানের ফোন বন্ধ থাকায় তার প্রতিক্রিয়া জানা যায়নি।
কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, তাঁকে হত্যার জন্য রোববার বিকেলে তার কার্যালয়ে বিসিসির একদল পরিচ্ছন্নতাকর্মী পাঠানো হয়েছিল। তিনি আগেই চলে আসায় রক্ষা পেয়েছেন। তিনিও আইনের আশ্রয় নিতে যাচ্ছেন।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিসিসির সড়ক পরিদর্শক রাজিব হোসেন খান তাঁকে মারধর করার অভিযোগে গত রোববার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় সরকারি বরিশাল কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামানকেও আসামি করা হয়েছে।
কাউন্সিলর বিপ্লব জানিয়েছেন তিনিও আইনগত ব্যবস্থা নেবেন।
এর আগে গত রোববার বিকেল ৩টা থেকে বিসিসির কিছু কর্মচারী ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে রাত ১১টা পর্যন্ত বিএম কলেজ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিসিসির কর্মচারীর অবস্থান নেওয়ার পর পরই কাউন্সিলর বিপ্লব ও তাঁর সমর্থকেরা সিঅ্যান্ডবি সড়কে অবস্থান করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে তাঁদের সঙ্গে বিসিসির আরও ৯ জন কাউন্সিলর যোগ দেন।
তবে প্রশাসনের অনুরোধে রোববার ইফতারির আগে কাউন্সিলর ও তাঁদের সমর্থকেরা মহাসড়ক ছেড়ে চলে যান।
বিপ্লবসহ ১০ জন কাউন্সিলর বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরোধী। তাঁরা সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজীব হোসেন মামলায় তাকে কর্তব্য পালনে বাধা, আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
উল্লেখ্য, নগরের গোরস্থান রোডে চারতলা ভবন নির্মাণ করছেন মো. কামরুজ্জামান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব রোববার বিকেলে জানান, ভবন নির্মাণকাজ শুরুর পর থেকে সিটি করপোরেশন কর্মচারী পরিচয় দিয়ে একদল যুবক নির্মাণকাজের নানা ত্রুটি দেখিয়ে কলেজশিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে। একজন নিরীহ শিক্ষককে হয়রানি করায় তিনি প্রতিবাদ করেন। এটিকে অজুহাত বানিয়ে রোববার বিকেলে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এসে তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষায় বিক্ষোভ শুরু করেন বিসিসির কিছু কর্মচারী।
মামলায় আসামি করার পর শিক্ষক কামরুজ্জামানের ফোন বন্ধ থাকায় তার প্রতিক্রিয়া জানা যায়নি।
কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, তাঁকে হত্যার জন্য রোববার বিকেলে তার কার্যালয়ে বিসিসির একদল পরিচ্ছন্নতাকর্মী পাঠানো হয়েছিল। তিনি আগেই চলে আসায় রক্ষা পেয়েছেন। তিনিও আইনের আশ্রয় নিতে যাচ্ছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫