Ajker Patrika

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৭
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ

বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীই দেশের বাইরে পড়াশোনার সুযোগ খোঁজেন। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া বেশ জনপ্রিয়। উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের তৃতীয় জনপ্রিয় দেশ। অন্যান্য দেশের তুলনায় কম খরচে মানসম্মত শিক্ষার কারণে উচ্চশিক্ষার জন্য দেশটিতে প্রতিবছর হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করেন।

বিশ্বের প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে অস্ট্রেলিয়ায়। সেগুলোর মধ্যে একটি হলো অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) অস্ট্রেলিয়ার ক্যানবেয়ায় অবস্থিত একটি জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়। কিউএস শীর্ষ জরিপে এটি বিশ্বের ২৭তম বিশ্ববিদ্যালয়। ডেভিড মরিসন, জন ব্রাশ, গ্রেথ ইভান্স, এর বর্তমান উপাচার্য ব্রায়ান পল স্মিথসহ অস্ট্রেলিয়ার অনেক জ্ঞানী মানুষের বিচরণ ঘটেছে এই ক্যাম্পাসে। বাংলাদেশের বেশ কিছু শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এই বছর স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভালো ফল অর্জন করেছেন ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে নেতৃত্বের গুণাবলী লাভ করেছেন সেসব মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীকে স্কলারশিপটি দেওয়া হবে।

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • শিক্ষার্থীদের বছরে ২৮ হাজার ৫৯৭ ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৪ লাখ টাকা।
  • গবেষণা ভাতা প্রদান করা হবে।
  • স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নেওয়ার সুযোগ রয়েছে।
  • আবাসন সুবিধা প্রদান করা হবে।
  • স্বাস্থ্য ও ভ্রমণভাতা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  • একাডেমিক ফল ভালো থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
  • আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারীর সিভি, পাসপোর্ট, রেফারেন্স লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাস, রিসার্চ প্রপোজাল।

ওয়েবসাইট: https://asiapacific.anu.edu.au

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২২

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত