Ajker Patrika

সাভারে ৫ ভবন ভেঙে দিল রাজউক

সাভার (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

সাভারে নকশাবহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‘সাভার রাজউকের মহাপরিকল্পিত এলাকার অন্তর্ভুক্ত। এখানে অপরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ নেই। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। উচ্ছেদের ক্ষেত্রে প্রথমে নির্মাণাধীন ভবনের প্রতি জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজউকের আওতায় থাকা এলাকায় নিয়ম অনুযায়ী পৌরসভার ভবনের নকশার অনুমোদন দেওয়ার সুযোগ নেই। কিন্তু তারা দিয়েছে, এতে সাভারে নকশাবহির্ভূত ভবনের সংখ্যা বাড়ছে।’ এ সময় শিগগিরই সাভারে রাজউকের সাব অফিস করার পরিকল্পনার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, ‘২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভবনের নকশা অনুমোদন দেওয়ার চিঠির বিপরীতে অনুমোদন দিচ্ছি।

তবে রাজউকের বিষয়টি আমাদের নজরে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত