Ajker Patrika

তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫০
তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস  কুড়িগ্রামে

কুড়িগ্রামে গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে জেলায় বেশি শীত অনুভূত হচ্ছে।

এদিকে কনকনে শীতে ও ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার কৃষি শ্রমিকেরা। এ অবস্থায় আমন ধান কাটা মাড়াই চললেও কনকনে ঠান্ডায় শ্রমিকেরা ঠিকমতো মাঠে কাজ করতে পারছেন না। এতে ব্যাহত হয়ে পড়েছেন আমন কাটা মাড়াইয়ের কাজ।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বলতি পাড়া গ্রামের কৃষি শ্রমিক মন্টু মিয়া জানান, ধান কাটতে গিয়ে হাত পা বরফ হয়ে যায়, কী আর করার কাজ না করলে যে সংসার চলবে না।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গতকাল কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী ২০ তারিখের পর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার আশঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত