Ajker Patrika

মাগুরায় দফায় দফায় সংঘর্ষ, নিহত ১

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৩: ১১
মাগুরায় দফায় দফায় সংঘর্ষ, নিহত ১

সংঘর্ষে মাগুরার শ্রীপুর উপজেলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও যশোরের মনিরামপুরে পৃথক সংঘর্ষে আরও অর্ধশত আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুর উপজেলার সরইনগর ও খোর্দ্দরহুয়া গ্রামে বৈদ্যুতিক মিটার ভাঙা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত আলাউদ্দিন ফকিরের (৫৫) বাড়ি খোর্দ্দরহুয়া গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে শ্রীকোল ইউপির সাবেক সদস্য ফরিদুল ইসলাম মোল্যা ও বর্তমান সদস্য বক্কার মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে বিদ্যুতের মিটার ভাঙার ঘটনায় সরইনগর গ্রামের কতিপয় যুবক গত রোববার রাতে বক্কার মেম্বারের নামে গালিগালাজ করে। তিনি নিজ গ্রাম খোর্দ্দরহুয়ায় গিয়ে শতাধিক লোক নিয়ে সরইনগর নিয়ে এসে গোলাম রসুল মোল্যার বাড়ির বৈদ্যুতিক মিটার ও দোকান ভাঙচুর করেন। প্রতিবাদ করতে গেলে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার শিবপাশা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শিবপাশা বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ডের জন্য দখল করা জায়গায় ঘর নির্মাণ শুরু করেন বন্দেরহাটি গ্রামের মনির হোসেন। অটোরিকশা মালিক ও শ্রমিক নেতারা এতে বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মনিরামপুর (যশোর) : আধিপত্য বিস্তার নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে ও রাতে দুই দফায় এ সংঘর্ষ হয়। বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদিকে সংঘর্ষের ঘটনায় গত সোমবার রাতে সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ছয় অনুসারীকে পুলিশ আটক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত