Ajker Patrika

রেলপথের দাবি দুই উপজেলায়

মনিরামপুর ও কেশবপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৪
Thumbnail image

যশোর সদরের বসুন্দিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রস্তাবিত রেলপথের সঙ্গে অন্তর্ভুক্তির দাবি উঠেছে বাদ পড়া মনিরামপুর ও কেশবপুরে। জেলার বাকি ছয় জেলা প্রস্তাবিত রেলপথের আওতায় থাকলেও বাদ পড়েছে মনিরামপুর ও কেশবপুর।

এ জন্য গতকাল সোমবার উপজেলা দুটির বিভিন্ন সংগঠনের ব্যানারে রেলপথের দাবিতে মানববন্ধন করা হয়। তাঁরা বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবি জানান।

সোমবার বেলা ১১টার দিকে মনিরামপুরে প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে মানববন্ধন করে ‘হৃদয়ে মনিরামপুর’ নামে একটি সংগঠন। অপরদিকে একই দিন বিকেলে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মনিরামপুর: ‘হৃদয়ে মনিরামপুর’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন বক্তারা বলেন, সম্প্রতি নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ কাজ খুব দ্রুত শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর, নাভারণ হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এই রেলপথ থেকে বাদ পড়েছে জেলার কেশবপুর ও মনিরামপুর এ দুই উপজেলা।

তাঁরা বলেন, রেলপথ পরিবর্তন করে বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত নির্মাণ করা হলে বসুন্দিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেলপথের দূরত্ব কমবে ৪৩ কিলোমিটার। অতিরিক্ত কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। শুধু সমীক্ষা ব্যয়টুকু বেশি হবে। এতে করে যশোরের সব কটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে।

মানববন্ধনে বক্তব্য দেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার, কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক সায়ফুল আলম, আয়োজক শামছুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।

কেশবপুর: কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত