Ajker Patrika

মিষ্টির দোকান, সুপারশপকে দণ্ড

সিলেট প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১১: ৪৪
Thumbnail image

সিলেটে বাজারে অনিয়ম-দুর্নীতি ঠেকাতে ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান এবং তদারকি অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সিলেট নগরী ও জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে আট প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল নগরীর মদিনা মার্কেট এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়। এ সময় লেবেল ও আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রি করায় মধুবনকে ২ হাজার টাকা, হাতেমতায়ী সুপার শপকে একই অপরাধে ৫ হাজার টাকা, আনিসা গ্রোসারি শপকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১ হাজার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শান্ত ফলকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলার সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়। ব্যবসায়ীদের আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার ও ভোক্তা-অধিকার সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাজার কমিটির সদস্যরা।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

অন্যদিকে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজারে অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির দায়ে শাহাজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা এবং পচা বাসি মিষ্টি বিক্রি ও ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং মেশানোর দায়ে কৃষ্ণা মিষ্টিঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে মাশাল্লা স্টোরকে ২ হাজার টাকা ও জৈন্তাপুর স্টোরকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত