Ajker Patrika

নির্মাণাধীন কারখানায় চাঁদা দাবি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪: ৫১
নির্মাণাধীন কারখানায় চাঁদা দাবি, গ্রেপ্তার ২

নগরীতে নির্মাণাধীন কারখানায় চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বায়েজিদ বোস্তামি থানার নাসিরাবাদ শিল্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফরিদসহ (৩০) ও মো. ইসমাইল (২৬)। মো. ফরিদের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বায়েজিদে চা-বোর্ড সংলগ্ন পিটুপি ফার্নিচারের নির্মাণাধীন একটি কারখানায় ৫ লাখ টাকায় চাঁদা দাবি করেন অভিযুক্তরা। কারখানার মালিক চাঁদা দিতে রাজি না হওয়ায় ফরিদ, ইসমাইলসহ ৬ জন কারখানায় গিয়ে কাজ বন্ধ রাখতে বলেন ও সেখানে নির্মাণকাজে নিয়োজিতদের ভয়ভীতি দেখায়। গত বুধবার এ ঘটনায় পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বায়েজিদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পলাতক অন্যরা হলেন মো. নুরু উদ্দিন (২৭), মো. বাবু (২৪), মো. হোসেন (২৩) ও ওসমান গনি মনা (২৪)।

ওসি কামরুজ্জামান জানান, চক্রটির সদস্যরা শিল্প কারখানা এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত। কোনো শিল্প প্রতিষ্ঠান নতুন স্থাপনা নির্মাণ করতে গেলে সেখানে গিয়ে তাঁরা মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে বসে। চাঁদা না দিলে বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির কর্মরতদের মারধর করে থাকে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ফরিদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মাদক, অস্ত্র, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ৬টি মামলা রয়েছে। ফরিদের বাড়ি সন্দীপ উপজেলার কালাপানিয়া গ্রামে। নগরীতে তিনি বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড়ে থাকেন। অন্যদিকে ইসমাইলের বাড়ি বান্দরবান লামা উপজেলার চেয়ারম্যান পাড়া। নগরীতে তিনি বায়েজিদে ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত