Ajker Patrika

স্কুলের প্রধান শিক্ষককে ‘মারধর’ সভাপতির

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
স্কুলের প্রধান শিক্ষককে ‘মারধর’ সভাপতির

বরগুনার পাথরঘাটায় পরীক্ষা চলাকালীন ৯৪ নম্বর চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য মো. ফাইজুল কবিরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে ফাইজুল কবির জানান, তাঁর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের টাকা তুলে ওই শিক্ষক আত্মসাৎ করেছেন। এ নিয়ে মামলাও চলমান আছে।

গতকাল সোমবার দুপুরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে সাংবাদিকদের কাছে সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেন প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। এর আগে রোববার বেলা ১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের ৯৪ নং চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ফাইজুল ইসলাম পাথরঘাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

প্রধান শিক্ষক জানিয়েছেন,  বিদালয়ের উন্নয়ন খাতে কিছু অর্থ বরাদ্দ আসে। সেই টাকা দিয়ে তিনি বিদ্যালয়ের জমিতে টয়লেট নির্মাণ করার কাজ শুরু করেন। ফাইজুল করিম টয়লেটটি অন্যত্র বসানোর জন্য বলেন। এ নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়  রোববার। একপর্যায়ে ফাইজুল তাঁকে গালি দেওয়ার পাশাপাশি চড়-থাপ্পড় ও লাথি মারেন।

মো. ফাইজুল কবির বলেন, ‘তাঁর সঙ্গে আমার মারধরের মতো ঘটনা ঘটেনি। তবে ওই শিক্ষক স্কুলের বরাদ্দের টাকা কমিটির কাউকে না জানিয়ে আমার স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাৎ করেন। এ নিয়ে একটি মামলা চলমান আছে। হয়তো এ থেকে বাঁচার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।’

পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে ফোনে লাঞ্ছিত এবং হুমকি-ধমকির বিষয়টি বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত