Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

সদর দক্ষিণ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ২৫
বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

লালমাইয়ে বিদ্যুতায়িত হয়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল খদরীর (২৫) মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল খদরী মা গত সোমবার দুপুরে খাবার খেতে রান্নাঘরে যান। এ সময় তিনি বৈদ্যুতিক ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন মা আবদুল্লাহকে বিষয়টি জানান। আবদুল্লাহ এসে মেরামত করার চেষ্টা করলে তিনি বিদ্যুতায়িত হন। কিছু সময় পর মা ফিরে এসে রান্নাঘরের মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে স্বজনেরা উদ্ধার করে তাঁকে লাকসাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আবদুল্লাহ আল খিদরীর মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ, লালমাই উপজেলা ছাত্রলীগ, উপজেলা আওয়ামী লীগ শোকবার্তা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত