Ajker Patrika

শ্রাবণী ফিরলেন মুকুট হয়ে

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৫: ০৯
শ্রাবণী ফিরলেন মুকুট হয়ে

গত বছর অরণ্য বাঁচানোর গল্প নিয়ে স্টার জলসায় শুরু হয়েছিল ‘মাধবীলতা’। মুখ্য চরিত্রে ছিলেন বাংলা সিরিয়ালের মিষ্টি মুখ শ্রাবণী বুনিয়া। শুরুর দিকে ‘মাধবীলতা’ নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও ধীরে ধীরে তা কমতে থাকে। মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়ে যায় সিরিয়ালটি। তখন থেকেই শোনা যাচ্ছিল, পর্দার ‘মাধবীলতা’ মানে শ্রাবণী নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন। সে খবরের সত্যতা মিলল এত দিনে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘মুকুট’-এর প্রমো। তাতে নামভূমিকায় দেখা যাচ্ছে শ্রাবণীকে।

দুর্গাপূজার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘মুকুট’। গল্পে শুভাশিস মুখোপাধ্যায় একজন প্রতিমাশিল্পী। মুকুট তাঁর মেয়ে। অস্ত্রের বদলে দেবীর হাতে পদ্মফুল তুলে দেয় মুকুট। অনেকে জিজ্ঞেস করে, অস্ত্রের বদলে ফুল কেন? মুকুট জানায়, দেবী তো ভালোবাসারও রূপ, তাই চণ্ডী রূপের বদলে এবার গৌরী রূপে পূজা হোক। এর মাঝেই ঘটে যায় বিপত্তি। এক নারী কাঁদতে কাঁদতে এসে জানায়, তার মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা। তখন গল্পের ‘মুকুট’ রুখে দাঁড়ায়। রুদ্র মূর্তি ধারণ করে। তাদের হাত থেকে মেয়েটিকে বাঁচায় সে।

প্রমো দেখে ধারণা করা হচ্ছে, এই সিরিয়াল মূলত নারীশক্তির কথা বলবে। তিন বোনের গল্প উঠে আসবে ব্লুজ প্রোডাকশনের এই মেগায়। শ্রাবণী বুনিয়ার সঙ্গে এতে জুটি বাঁধছেন বাংলা ধারাবাহিকের নতুন মুখ অর্ঘ্য মিত্র। কবে থেকে প্রচার শুরু হবে ‘মুকুট’, তা এখনো জানায়নি জি বাংলা কর্তৃপক্ষ। তবে গুঞ্জন উঠেছে, ‘মুকুট’-এর আগমনের জেরেই বন্ধ হতে পারে আরেক ধারাবাহিক ‘সোহাগ জল’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত