Ajker Patrika

কলেজে কলেজে মোমেনার ‘লাল জমিন’

কলেজে কলেজে মোমেনার ‘লাল জমিন’

মঞ্চ ও টিভি নাটকের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরী। দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে তাঁর একক অভিনীত নাটক ‘লাল জমিন’ দেশ-বিদেশে মঞ্চায়ন হচ্ছে। ইতিমধ্যে নাটকটি ৩০৭ বার মঞ্চায়ন হয়েছে। এর আগে দেশের জেলায় জেলায় মঞ্চায়ন হয়েছে নাটকটি। এবার সারা দেশের কলেজে কলেজে নাটকটি মঞ্চায়ন করবেন অভিনেত্রী মোমেনা চৌধুরী।

এ বিষয়ে এরই মধ্যে তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। মোমেনা চৌধুরী বলেন, ‘একক অভিনয়ের নাটক হিসেবে ৩০০ বারেরও বেশি মঞ্চায়নের মাধ্যমে ‘‘লাল জমিন” বাংলাদেশের মঞ্চনাটকে এক অনন্য নজির সৃষ্টি করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ মন্ত্রণালয়ের সহযোগিতাতেই আমরা নাটকটি দেশের বিভিন্ন জেলায় মঞ্চায়ন করতে পেরেছি। এবার সারা দেশের কলেজে কলেজে নাটকটি মঞ্চস্থ করার ইচ্ছে আমাদের। আমরা দুই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, কথা বলেছি। তারা বিষয়টি ইতিবাচকভাবেই দেখবে বলে আশ্বাস দিয়েছে। যদি তা–ই হয়, তাহলে আগামী নভেম্বর থেকে ঢাকাসহ দেশের সব জেলার বিভিন্ন কলেজে লাল জমিন মঞ্চায়ন শুরু করা যাবে।’ শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লাল জমিন’ রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্ত্তী।

একক অভিনয়ের নাটক হিসেবে ৩০০ বারেরও বেশি মঞ্চায়নের মাধ্যমে ‘লাল জমিন’ বাংলাদেশের মঞ্চনাটকে এক অনন্য নজির সৃষ্টি করেছে। 

টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন মোমেনা চৌধুরী। বর্তমানে তিনি কায়সার আহমেদের ‘বকুলপুর রিটার্নস’, কায়সার আহমেদ ও আল হাজেনের ‘গোলমাল’, ওমর উজ্জ্বল ও হাবীব শাকিলের ‘সংসার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া শিগগিরই মোমেনা চৌধুরী অভিনীত ভারতের নির্মাতা বিজয় জেনা পরিচালিত ‘বালিঘর’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার শুরু হবে। মুক্তির অপেক্ষায় আছে মোমেনা চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ ও আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ সিনেমা। দুই সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত