Ajker Patrika

সীমানাপ্রাচীরের পাশে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫: ৪০
সীমানাপ্রাচীরের পাশে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ

নগরের পাঁচলাইশে মাদ্রাসার সীমানাপ্রাচীরের পাশ থেকে আরমান হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার ভেতর সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মাদ্রাসা কর্তৃপক্ষ মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত সোমবার সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘এ পর্যন্ত পাওয়া ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করছি, বাচ্চাটি কোনো কারণে মাদ্রাসার ছাদে উঠেছিল। সেখান থেকে নিচে পড়ে মারা যায়। আমরা ঘটনাটি আরও খতিয়ে দেখার চেষ্টা করছি।

তবে নিহত শিক্ষার্থীর বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। কদিন আগে আরমান যখন বাসায় এসেছিল তখন সে মাদ্রাসায় ফিরে যেতে রাজি হয়নি। তাকে নাকি হুজুরেরা নির্যাতন করে। এর আগে সোমবার সন্ধ্যায় তাঁর ছেলেকে মাদ্রাসায় না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে জানায়। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা শাহ সুফি অছিয়র রহমান মাদ্রাসা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত