Ajker Patrika

দানেজ হত্যার আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ৫৮
দানেজ হত্যার আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকা গ্রামের মাছচাষি দানেজ আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সাগর প্রামাণিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর মামলার ৭ নম্বর আসামি বিলশুকা ভবানীপুর মাঠপাড়া গ্রামের আছান প্রামাণিকের ছেলে।

এদিকে গত সোমবার বিকেলে দুই নম্বর আসামি লিমন প্রামাণিকের বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা, হাসুয়া, হাতুড়ি, পাইপ ও রড উদ্ধার করা হয়েছে।

ভেড়ামারা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা প্রকাশ রায় বলেন, আমরা সর্বোচ্চ দিয়ে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সোমবার অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবকিছুই করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার বিকেলে বিলশুকা ভবানীপুর মাঠপাড়ায় প্রতিপক্ষ জিয়াসহ তাঁর লোকজন হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দানেজকে। পর দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দানেজের ছেলে উজ্জ্বল ভেড়ামারা থানায় ১০ জনের নামে হত্যা মামলা করেন। গত রোববার দানেজ আলীর মরদেহ নিয়ে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন গ্রামবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

সিটি করপোরেশন হচ্ছে সাভার

এলাকার খবর
Loading...