Ajker Patrika

তিন দিনেও মামলা নেয়নি থানা-পুলিশ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১০: ৫২
তিন দিনেও মামলা নেয়নি থানা-পুলিশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে গলা কেটে হত্যার চেষ্টার তিন দিনেও মামলা নেয়নি থানা-পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

প্রতিপক্ষের হামলায় আহত বীর মুক্তিযোদ্ধার সন্তান রওশন আলী (৪৫) গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের আমতলা বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা আজমত আলী শেখের ছেলে রওশন আলীর ওপর হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে রামদা, হাত কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে ও এলোপাতাড়ি মারধর করে স্থানীয় একটি পক্ষ।

এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে অভিযোগ এনে পরপর তিন দিন কুমারখালী থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী পরিবার। তবে পুলিশ অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেনি বলে অভিযোগ রওশনের পরিবারের। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন কুমারখালীর চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের সাইদুল ইসলাম ওরফে সাবদুল (৫৮), কাশেম জোয়ার্দার (৫০), খোকন ও শামিম, মোশারফ হোসেন ওরফে মছেন ও তুজাম এবং বিপুল।

গতকাল মানববন্ধনে রওশন আলীর বাবা বীর মুক্তিযোদ্ধা আজমত আলী শেখ বলেন, ‘ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত থানায় মামলা রেকর্ড করেনি পুলিশ। ঘটনার দিন থেকে পরপর তিন দিন থানায় অভিযোগ দেওয়া হয়। তিন দিন থানায় ধরনা দিয়ে কোনো সমাধান হয়নি। প্রতিপক্ষের কাছে থেকে ঘুষ নিয়ে পুলিশ অভিযুক্ত আসামিদের পক্ষ নিয়েছে। পুলিশ মামলা না নিলে আমরা কুষ্টিয়া আদালতে মামলা করব। আমরা অপরাধীদের বিচার চাই।’

বাদী রওশনের স্ত্রী ফেরদৌসী খাতুন বলেন, ‘মামলার জন্য অভিযোগ দেওয়ার তিন দিনেও রেকর্ড করেনি পুলিশ। থানায় গিয়ে প্রতিদিনই আমরা হয়রানির শিকার হচ্ছি। পুলিশ আসামিদের কাছে টাকা খেয়ে আমাদের সঙ্গে অবিচার করছে। তা ছাড়া আসামিরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন। আমরা জান-মাল নিয়ে ভয়ে আছি।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। পরে মামলা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত