Ajker Patrika

সরকারি জমিতে ঘর নির্মাণ, ভেঙে দিল জনতা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১: ৫১
সরকারি জমিতে ঘর নির্মাণ, ভেঙে দিল জনতা

ফরিদপুরের নগরকান্দায় বাজারের নালা (ড্রেন) দখল করে গভীর রাতে সরকারি জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাছ আলী আক্কাছের বিরুদ্ধে। কুমার নদের পাড়ে ওই জমিতে গত শুক্রবার রাতে ঘরটি তোলা হয়। সরকারি জমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে গতকাল শনিবার সকালে এলাকার মানুষ ওই ঘর ভেঙে দেয়।

জানা যায়, নগরকান্দা বাজারের পাশে কুমার নদের পাড়ে অনেক আগে ওই জায়গায় একটি ঘাট ছিল। বর্তমানে বাজারের ড্রেনের দুই পাশে ওই জায়গায় গণশৌচাগার এবং পাকা ঘাট নির্মাণ করার জন্য জায়গাটি ফাঁকা পড়ে ছিল। এই ফাঁকা জমিতে রাতে একটি টিনের ঘর তোলা হয়। খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন।

নগরকান্দা বাজার বণিক সমিতির অর্থ সম্পাদক ও নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া বলেন, শুক্রবার গভীর রাতে নগরকান্দা বাজারের ড্রেন দখল করে ঘর তোলা হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, ড্রেন দখল করে নির্মাণ করা ঘরটি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

অভিযুক্ত নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাছ আলী আক্কাছ বলেন, তিনি ২০১০ সালে ওই জমি ডিসিআর নিয়েছিলেন। তবে তখন ওই জমিতে ঘর নির্মাণ করেননি বলে পরে ডিসিআর-এর নবায়ন দেয়নি। তাই ডিসিআর-এর নবায়ন পেতেই ওই জমিতে ঘর নির্মাণ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, নগরকান্দা বাজারে সরকারি জমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি যাওয়ার আগেই বিক্ষুব্ধ জনতা ঘরটি ভেঙে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত