Ajker Patrika

ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, ইমাম গ্রেপ্তার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০: ২৬
ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, ইমাম গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় মামলা হলে মাহবুব হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মজসিদের ইমাম। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা-পুলিশ।

জানা গেছে, স্কুলপড়ুয়া ওই কিশোরীর সঙ্গে সানকিভাঙ্গা (ইউনিয়ন পরিষদসংলগ্ন) বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবের (৩৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের সদস্যরা কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে চাপ দিলে সে মসজিদের ইমামের কথা বলে।

এ ঘটনায় মতলব উত্তর থানায় মো. মাহবুব আলমকে (২৮) আসামি করে মামলা করা হয়। মাহবুব আলম মুন্সিগঞ্জের হোগলা কান্দি গ্ৰামের বাসিন্দা।

মতলব উত্তর থানার ওসি শাহজাহান কামাল জানান, গত মঙ্গলবার রাতে কালীপুর বাজার থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত