সম্পাদকীয়
পুরোনো ধরন শেষ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ‘ওমিক্রন’। জাতিসংঘের এই সংস্থা ওমিক্রনকে তালিকাভুক্ত করেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে। করোনাভাইরাসের অন্য ধরনগুলোর মতো নতুন ধরনটির একটি গ্রিক নাম দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। সর্বশেষ পুরো পৃথিবী দাপিয়ে বেড়ানো ধরনটির নাম দেওয়া হয়েছিল ‘ডেল্টা’।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতিমধ্যে ৫২ লাখ ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৬ কোটির বেশি রোগী। বলা হচ্ছে, চীনের উহানে আবির্ভূত হওয়ার পর নতুন এই করোনাভাইরাসের যতগুলো ধরন এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, তার মধ্যে ওমিক্রনেই জিন বিন্যাসে পরিবর্তন এসেছে সবচেয়ে বেশি। এর মানে হলো, করোনাভাইরাসের যেসব টিকা এ পর্যন্ত তৈরি হয়েছে, সেগুলো ওমিক্রনের ক্ষেত্রে কার্যকর না-ও হতে পারে। আবার জিন বিন্যাসে পরিবর্তনের কারণে এ ভাইরাস অনেক বেশি দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখতে পারে।
২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। এরই মধ্যে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলেও শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর আতঙ্কের কারণে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আফ্রিকার কয়েকটি দেশের যাত্রীদের ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে শুক্রবার। অবশ্য এমন তাড়াহুড়ো করে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করার নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা।
ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বেশি মাত্রায় সংক্রামক হওয়ায় আবিষ্কৃত টিকার প্রতিরোধক্ষমতা এড়িয়ে যাওয়ার সক্ষমতা এর রয়েছে কি না, বিজ্ঞানীরা এখনো তার কোনো নজির দেখাতে পারেননি। তাই অহেতুক ভীতি ছড়ানো যেমন অনুচিত, তেমনি উদাসীনতা না দেখিয়ে সতর্কতা অবলম্বনে দ্বিধা করাও ঠিক নয়।
সংগত কারণেই ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সংক্রামক রোগ বিষয়ের অধ্যাপক স্যার পিটার হর্বিও করোনাভাইরাসের নতুন ধরনটির বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘ওমিক্রনের অনেকগুলো বিপদ চিহ্ন রয়েছে। আমরা যতটা ভাবতে পারি কিংবা আমরা যতটা পরিকল্পনা করতে পারি, সেটা তার চেয়েও বেশি বদলেছে।’
করোনাভাইরাসের প্রথম ধরনের ধাক্কা সামলে উঠতেই এখনো পৃথিবীজুড়েই মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এরপর যদি আরও ভয়ংকর ধরন দেশে দেশে ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি অবশ্যই বেসামাল হয়ে উঠবে। বাংলাদেশেও এখন পর্যন্ত করোনা-আতঙ্ক দূর হয়নি। তাই দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে, সেসব দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা আরোপ করাটা যুক্তিসংগত। করোনার নতুন ঢেউ সামলানোর সক্ষমতা সম্ভবত আমাদের নেই।
পুরোনো ধরন শেষ হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ‘ওমিক্রন’। জাতিসংঘের এই সংস্থা ওমিক্রনকে তালিকাভুক্ত করেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে। করোনাভাইরাসের অন্য ধরনগুলোর মতো নতুন ধরনটির একটি গ্রিক নাম দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। সর্বশেষ পুরো পৃথিবী দাপিয়ে বেড়ানো ধরনটির নাম দেওয়া হয়েছিল ‘ডেল্টা’।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতিমধ্যে ৫২ লাখ ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৬ কোটির বেশি রোগী। বলা হচ্ছে, চীনের উহানে আবির্ভূত হওয়ার পর নতুন এই করোনাভাইরাসের যতগুলো ধরন এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, তার মধ্যে ওমিক্রনেই জিন বিন্যাসে পরিবর্তন এসেছে সবচেয়ে বেশি। এর মানে হলো, করোনাভাইরাসের যেসব টিকা এ পর্যন্ত তৈরি হয়েছে, সেগুলো ওমিক্রনের ক্ষেত্রে কার্যকর না-ও হতে পারে। আবার জিন বিন্যাসে পরিবর্তনের কারণে এ ভাইরাস অনেক বেশি দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখতে পারে।
২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। এরই মধ্যে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলেও শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর আতঙ্কের কারণে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আফ্রিকার কয়েকটি দেশের যাত্রীদের ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে শুক্রবার। অবশ্য এমন তাড়াহুড়ো করে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করার নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা।
ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বেশি মাত্রায় সংক্রামক হওয়ায় আবিষ্কৃত টিকার প্রতিরোধক্ষমতা এড়িয়ে যাওয়ার সক্ষমতা এর রয়েছে কি না, বিজ্ঞানীরা এখনো তার কোনো নজির দেখাতে পারেননি। তাই অহেতুক ভীতি ছড়ানো যেমন অনুচিত, তেমনি উদাসীনতা না দেখিয়ে সতর্কতা অবলম্বনে দ্বিধা করাও ঠিক নয়।
সংগত কারণেই ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সংক্রামক রোগ বিষয়ের অধ্যাপক স্যার পিটার হর্বিও করোনাভাইরাসের নতুন ধরনটির বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘ওমিক্রনের অনেকগুলো বিপদ চিহ্ন রয়েছে। আমরা যতটা ভাবতে পারি কিংবা আমরা যতটা পরিকল্পনা করতে পারি, সেটা তার চেয়েও বেশি বদলেছে।’
করোনাভাইরাসের প্রথম ধরনের ধাক্কা সামলে উঠতেই এখনো পৃথিবীজুড়েই মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এরপর যদি আরও ভয়ংকর ধরন দেশে দেশে ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি অবশ্যই বেসামাল হয়ে উঠবে। বাংলাদেশেও এখন পর্যন্ত করোনা-আতঙ্ক দূর হয়নি। তাই দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে, সেসব দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা আরোপ করাটা যুক্তিসংগত। করোনার নতুন ঢেউ সামলানোর সক্ষমতা সম্ভবত আমাদের নেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪