Ajker Patrika

মধুপুরে বন বিভাগের প্রকল্প বাতিলের দাবি

মধুপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১৪: ০৪
মধুপুরে বন বিভাগের  প্রকল্প বাতিলের দাবি

মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারোদের ভোগদখল করা জমিতে বন বিভাগের লেক খনন প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার সকালে সম্মিলিত আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন গারো সম্প্রদায়ের লোকেরা। দোখলা চৌরাস্তায় এ কর্মসূচিতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।

এর আগে তাঁরা দোখলার বিভিন্ন সড়কে বিক্ষোভ শেষে দোখলা চৌরাস্তায় সমাবেশ করে। এ সময় বাংলাদেশ আদিবাসী গারো ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউস চিরান প্রমুখ বক্তব্য দেন।

জানা যায়, মধুপুর বনাঞ্চলের দোখলার এলাকার একটি প্রকল্পের আওতায় লেক খননের উদ্যোগ নিয়েছে বন বিভাগ।এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গারো সম্প্রদায়ের মধ্যে।

নির্বাচিত জায়গাটি বন বিভাগ নিজেদের দাবি করেছে। তবে গারো সম্প্রদায়ের দাবি, বংশপরম্পরায় ওই জমিতে চাষ করে আসছেন তাঁরা। কোনোভাবেই ওই জমিতে লেক খনন করতে দেওয়া হবে না বলেও জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত