রানা আব্বাস, মাসকাট থেকে
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসকাট-পর্ব শেষ হয়েছে গতকাল। প্রথম রাউন্ডের ছয় ম্যাচে বিচিত্র অভিজ্ঞতা হলো আইসিসির এ টুর্নামেন্ট কাভার করতে আসা বাংলাদেশের সংবাদকর্মীদের। এর বেশির ভাগ অংশ জুড়ে থাকল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) মজার কিছু ঘটনা!
ঠায় দাঁড়িয়ে ফটকের সামনে
বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক মাসকাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কাভার করতে যেদিন (১৫ অক্টোবর) প্রথম এলেন আল আমেরাত স্টেডিয়ামে, তাঁরা অভ্যর্থনা পেলেন একটু অন্যভাবে। কড়া রোদে ঠায় দাঁড়িয়ে থাকতে হলো মূল গেটের সামনে সড়কের পাশে। নিরাপত্তাকর্মীরা কিছুতেই ভেন্যুতে ঢুকতে দেবেন না সাংবাদিকদের। প্রায় আধঘণ্টা পর খবর পেয়ে উদ্ধার করলেন আইসিসির মিডিয়া বিভাগের এক কর্মকর্তা। তাঁর সহায়তায় অ্যাক্রেডিটেশন কার্ড সংগ্রহের পর নির্দেশ এল দ্রুত ভেন্যু ছাড়ার। বারণ করা হলো মাঠের ছবি তুলতেও!
ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
১৯ অক্টোবর ওমান ম্যাচের আগে বাংলাদেশের সাংবাদিকদের বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াল ‘ম্যাচ পাস’ নিয়ে। সাধারণত প্রতি ম্যাচের আগের রাতে আইসিসি ই-মেইলে সাংবাদিকদের নিশ্চিত (অনুমোদন) করে থাকে প্রেসবক্সে বসে ম্যাচটা কাভার করা যাবে কি, যাবে না। ওমান ম্যাচের আগের রাতে সাংবাদিকদের কোনো ই-মেইল পাঠায়নি আইসিসি। ম্যাচের দিন সকাল ১১টা পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় ছিল না ম্যাচটা আদৌ কাভার করা যাবে কি না। সাংবাদিকদের অসংখ্য ই-মেইল আর হোয়াটসআপ বার্তায় নড়েচড়ে বসলেন আইসিসির কর্মকর্তারা। দুপুরের দিকে জানানো হলো, কারিগরি ত্রুটির কারণে সমস্যাটা হয়েছে।
হঠাৎ কেন নিয়ম বদল
কারিগরি ত্রুটির কারণে না হয় ‘ম্যাচ পাস’ দিতে দেরি হয়েছে। কিন্তু ১৯ অক্টোবর হঠাৎ আইসিসি প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে ওঠার নিয়মটা বদলেছে কোন কারণে? গত ১৭ আগস্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণার দিন আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ প্রথম রাউন্ড পেরোলেই ‘বি-১’ হিসেবে বিবেচিত হবে, শ্রীলঙ্কা একইভাবে বিবেচিত হবে ‘এ-১’ হিসেবে। বাছাইপর্বের মাঝামাঝি সময়ে হঠাৎ আইসিসির হুঁশ হলো, নিয়মটি ভুল! হয়তো আইসিসি আত্মবিশ্বাসী ছিল, বাংলাদেশ নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে যাবে। কিন্তু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হেরেই সহজ সমীকরণ জটিল করে তোলার পর আইসিসি আকস্মিকভাবে সিদ্ধান্ত বদলে ফেলল—এখন প্রথম রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হবে তারাই ‘বি-১’ কিংবা ‘এ-১’। রানার্সআপ হবে ‘এ-২’ আর ‘বি-২’। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আগে কেন আইসিসি ‘অস্বাভাবিক’ নিয়মের কথা বলেছিল? বেশ বিব্রত চেহারায় গতকাল আইসিসির মিডিয়া বিভাগের কর্মকর্তা কালাম ড্যাভাইস বলছেন, ‘এটা আসলে ভুল করে দেওয়া হয়েছে!’
এখানেও ‘লেট লতিফ’!
সঠিক সময়ে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন শুরু না হওয়াটা বাংলাদেশের সাংবাদিকদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা! দেশে এ ধরনের ঘটনার সঙ্গে অভ্যস্ত বাংলাদেশি সংবাদমাধ্যমের একই অভিজ্ঞতা হচ্ছে আইসিসির টুর্নামেন্টে এসেও। ১০-২০ মিনিট দেরি হওয়াটা স্বাভাবিক মনে হলেও গত পরশু বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের সংবাদ সম্মেলন হলো প্রায় তিন ঘণ্টা পর। বিরক্ত হয়ে সাংবাদিকদের অনেকে সংবাদ সম্মেলন বয়কট পর্যন্ত করেছেন।
অভিনব কায়দায় স্মারক উপহার বিতরণ, ম্যাচের রাতে ডাইনিং বন্ধের কথা নাই-বা শুনলেন। আয়োজকদের অব্যবস্থাপনা কিংবা ভুল হতে পারে। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার একটা ইভেন্টে যদি ভুল কিংবা অব্যবস্থাপনা বারবার হতে থাকে—কী বলা যায়? গতকাল লেখাটা যখন লেখা হচ্ছে, তখন আরেক ঘটনা, মাহমুদউল্লাহ রিয়াদকে বড় পর্দায় ‘নট আউট’ দেখাল। মুহূর্তেই সেটি পরিবর্তন করা হলো ‘আউট’! টুর্নামেন্টের আসল পর্ব এখনো শুরুই হয়নি, আরও কত ‘ইন্টারেস্টিং’ ঘটনা অপেক্ষা করছে কে জানে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসকাট-পর্ব শেষ হয়েছে গতকাল। প্রথম রাউন্ডের ছয় ম্যাচে বিচিত্র অভিজ্ঞতা হলো আইসিসির এ টুর্নামেন্ট কাভার করতে আসা বাংলাদেশের সংবাদকর্মীদের। এর বেশির ভাগ অংশ জুড়ে থাকল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) মজার কিছু ঘটনা!
ঠায় দাঁড়িয়ে ফটকের সামনে
বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক মাসকাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কাভার করতে যেদিন (১৫ অক্টোবর) প্রথম এলেন আল আমেরাত স্টেডিয়ামে, তাঁরা অভ্যর্থনা পেলেন একটু অন্যভাবে। কড়া রোদে ঠায় দাঁড়িয়ে থাকতে হলো মূল গেটের সামনে সড়কের পাশে। নিরাপত্তাকর্মীরা কিছুতেই ভেন্যুতে ঢুকতে দেবেন না সাংবাদিকদের। প্রায় আধঘণ্টা পর খবর পেয়ে উদ্ধার করলেন আইসিসির মিডিয়া বিভাগের এক কর্মকর্তা। তাঁর সহায়তায় অ্যাক্রেডিটেশন কার্ড সংগ্রহের পর নির্দেশ এল দ্রুত ভেন্যু ছাড়ার। বারণ করা হলো মাঠের ছবি তুলতেও!
ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
১৯ অক্টোবর ওমান ম্যাচের আগে বাংলাদেশের সাংবাদিকদের বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াল ‘ম্যাচ পাস’ নিয়ে। সাধারণত প্রতি ম্যাচের আগের রাতে আইসিসি ই-মেইলে সাংবাদিকদের নিশ্চিত (অনুমোদন) করে থাকে প্রেসবক্সে বসে ম্যাচটা কাভার করা যাবে কি, যাবে না। ওমান ম্যাচের আগের রাতে সাংবাদিকদের কোনো ই-মেইল পাঠায়নি আইসিসি। ম্যাচের দিন সকাল ১১টা পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় ছিল না ম্যাচটা আদৌ কাভার করা যাবে কি না। সাংবাদিকদের অসংখ্য ই-মেইল আর হোয়াটসআপ বার্তায় নড়েচড়ে বসলেন আইসিসির কর্মকর্তারা। দুপুরের দিকে জানানো হলো, কারিগরি ত্রুটির কারণে সমস্যাটা হয়েছে।
হঠাৎ কেন নিয়ম বদল
কারিগরি ত্রুটির কারণে না হয় ‘ম্যাচ পাস’ দিতে দেরি হয়েছে। কিন্তু ১৯ অক্টোবর হঠাৎ আইসিসি প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে ওঠার নিয়মটা বদলেছে কোন কারণে? গত ১৭ আগস্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণার দিন আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ প্রথম রাউন্ড পেরোলেই ‘বি-১’ হিসেবে বিবেচিত হবে, শ্রীলঙ্কা একইভাবে বিবেচিত হবে ‘এ-১’ হিসেবে। বাছাইপর্বের মাঝামাঝি সময়ে হঠাৎ আইসিসির হুঁশ হলো, নিয়মটি ভুল! হয়তো আইসিসি আত্মবিশ্বাসী ছিল, বাংলাদেশ নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে যাবে। কিন্তু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হেরেই সহজ সমীকরণ জটিল করে তোলার পর আইসিসি আকস্মিকভাবে সিদ্ধান্ত বদলে ফেলল—এখন প্রথম রাউন্ডে যারা চ্যাম্পিয়ন হবে তারাই ‘বি-১’ কিংবা ‘এ-১’। রানার্সআপ হবে ‘এ-২’ আর ‘বি-২’। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আগে কেন আইসিসি ‘অস্বাভাবিক’ নিয়মের কথা বলেছিল? বেশ বিব্রত চেহারায় গতকাল আইসিসির মিডিয়া বিভাগের কর্মকর্তা কালাম ড্যাভাইস বলছেন, ‘এটা আসলে ভুল করে দেওয়া হয়েছে!’
এখানেও ‘লেট লতিফ’!
সঠিক সময়ে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন শুরু না হওয়াটা বাংলাদেশের সাংবাদিকদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা! দেশে এ ধরনের ঘটনার সঙ্গে অভ্যস্ত বাংলাদেশি সংবাদমাধ্যমের একই অভিজ্ঞতা হচ্ছে আইসিসির টুর্নামেন্টে এসেও। ১০-২০ মিনিট দেরি হওয়াটা স্বাভাবিক মনে হলেও গত পরশু বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সের সংবাদ সম্মেলন হলো প্রায় তিন ঘণ্টা পর। বিরক্ত হয়ে সাংবাদিকদের অনেকে সংবাদ সম্মেলন বয়কট পর্যন্ত করেছেন।
অভিনব কায়দায় স্মারক উপহার বিতরণ, ম্যাচের রাতে ডাইনিং বন্ধের কথা নাই-বা শুনলেন। আয়োজকদের অব্যবস্থাপনা কিংবা ভুল হতে পারে। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার একটা ইভেন্টে যদি ভুল কিংবা অব্যবস্থাপনা বারবার হতে থাকে—কী বলা যায়? গতকাল লেখাটা যখন লেখা হচ্ছে, তখন আরেক ঘটনা, মাহমুদউল্লাহ রিয়াদকে বড় পর্দায় ‘নট আউট’ দেখাল। মুহূর্তেই সেটি পরিবর্তন করা হলো ‘আউট’! টুর্নামেন্টের আসল পর্ব এখনো শুরুই হয়নি, আরও কত ‘ইন্টারেস্টিং’ ঘটনা অপেক্ষা করছে কে জানে!
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫