Ajker Patrika

বিজেপির বিদ্রোহীদের নিয়ে আত্মবিশ্বাসী অখিলেশ যাদব

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯: ৫৩
বিজেপির বিদ্রোহীদের নিয়ে আত্মবিশ্বাসী অখিলেশ যাদব

ভারতের উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ নেতাদের দলবদল অব্যাহত রয়েছে। বিজেপি ছেড়ে আসা রাজ্যটির আরেক বিধায়ক ও মন্ত্রী দারা সিং চৌহান গতকাল আনুষ্ঠানিকভাবে সমাজবাদী পার্টিতে (এসপি) যোগ দিয়েছেন। গত শুক্রবার দুই মন্ত্রীসহ বিজেপির আরও চার বিধায়ক এসপিতে যোগ দেন।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (ওবিসি) নেতা চৌহান বিজেপিশাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিবেশমন্ত্রী ছিলেন। এসপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘২০১৭ সালের বিধানসভা নির্বাচনের ইশতেহারে সবার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু ছলেবলে ওবিসি ও দলিত জনগোষ্ঠীর ভোট নিলেও, তাঁদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই ইউপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে এসপিতে যোগ দিয়েছি।’

একই দিন রাজ্যটির বিজেপির শরিক ‘আপনা দলের’ বিধায়ক আর কে ভার্মও এসপিতে যোগ দিয়েছেন। গত শুক্রবার দলটির আরেক বিধায়ক চৌধুরী অমর সিংও তা-ই করেছেন।

চৌহান ও আর কে ভার্মকে নিজ দলে স্বাগত জানিয়ে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী (২০১২-১৭) ও এসপি দলের প্রধান অখিলেশ যাদব বলেন, ‘কেন্দ্র ও রাজ্যের দুই গদিই বিজেপির দখলে। তাই আমাদের ভোটযুদ্ধও হতে হবে দ্বিগুণ শক্তিশালী। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। জনগণ ভেদাভেদ নয়, মিলনের অভিযাত্রাকেই স্বাগত জানাবে।’

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ সাত ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। ফল ঘোষণা ১০ মার্চ। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্যটির বিধানসভার মোট আসন ৪০৩টি।

নির্বাচন উপলক্ষে গত শনিবারর প্রথম দুই ধাপের ১১৩টি কেন্দ্রের মধ্যে ১০৭টির প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এসপি বা কংগ্রেস এখন প্রার্থীর নাম ঘোষণা করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত