Ajker Patrika

মাঠে নেমেছে প্রশাসন

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ২৪
মাঠে নেমেছে প্রশাসন

কালিহাতী উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমের নেতৃত্বে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ কার্যক্রম শুরু করেছেন।

এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বিয়ারা মারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন ইউএনও ও ওসি মোল্লা আজিজুর রহমান।

পরিদর্শন শেষে গোহালিয়াবাড়ি বাজার ও সল্লা বাসস্ট্যান্ডে সার্বিক নির্বাচনী পরিস্থিতি পরিদর্শন এবং উপস্থিত ভোটার ও প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন সল্লা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মো. আব্দুল আলীম, স্বতন্ত্র শামীম আল মামুন, গোহালিয়াবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মতিউল আলম তালুকদার সহ কয়েকজন মেম্বার প্রার্থী।

এ সময় মোবাশ্বের আলম বলেন, ২৮ নভেম্বর উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ফৌজদারি অপরাধ সংগঠিত না হওয়ার ব্যাপারে সকল প্রার্থী ও কর্মী সমর্থকদের সতর্ক করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত