Ajker Patrika

অভিযানে অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৪৯
অভিযানে অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত

বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি শিকারের সঙ্গে জড়িত শিকারি ও ব্যবসায়ীরা পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মেহেরপুর গ্রাম থেকে ওই পাখিগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদ হোসেন এই আদালত পরিচালনা করেন।

পরে উদ্ধার হওয়া পাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলার বিভিন্ন বিলে ও উঁচু গাছে শীত মৌসুমে দেশীয় ও অতিথি পাখি আসে। কিন্তু কিছু অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি রাতের অন্ধকারে ফাঁদ পেতে ও সাউন্ড বক্সে কৃত্রিম পাখির ডাক/কণ্ঠ বাজিয়ে পাখি শিকার করে। এ সব অভিযোগে মঙ্গলবার সকালে গ্রামটিতে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া পাখিগুলোকে অবমুক্ত হরা হয়। মো. ওয়াহিদ হোসেন আরও বলেন, পাখিগুলোকে উদ্ধার করা হলেও শিকারিরা পালিয়ে গেছে। তবে এ সকল পাখি শিকারি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত