Ajker Patrika

আওয়ামী লীগ থেকে ৮ নেতা বহিষ্কার

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ৩৫
আওয়ামী লীগ থেকে ৮ নেতা বহিষ্কার

২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান করায় যশোরের মনিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের আটজন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগ তাঁদের বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের জন্য উপজেলা কমিটিকে সুপারিশ করেছে।

বহিষ্কৃতরা মশ্মিমনগর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতা।

বহিষ্কৃত নেতারা হলেন, নোয়ালী গ্রামের আবুল বাসার, পারখাজুরা গ্রামের কওসার আলী মাস্টার, মশ্মিমনগর গ্রামের শাহারিয়ার আলম খান, ভরতপুর গ্রামের আব্দুল হাই, মশ্মিমনগর গ্রামের আকবর আলী, পারখাজুরা গ্রামের শাহাজান মীর ও ফজলুর রহমান বিশ্বাস এবং কাঁঠালতলা গ্রামের রিজাউল করিম।

সাময়িক বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের পক্ষে কাজ না করে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুরের পক্ষে কাজ করছেন। যদিও তাঁদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে স্পষ্ট কোনো প্রমাণ নেই।

এদিকে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় আটজনকে বহিষ্কারের বিষয় নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মশ্মিমনগর ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আবুল হোসেন। বহিষ্কৃতদের পদপদবি জানা যায়নি।

মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘গত ৯ নভেম্বর নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দলের বর্ধিত সভা হয়েছে। সেই সভায় এ আটজন অনুপস্থিত ছিলেন। সেদিন তাঁদের সাময়িক বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আরও বলেন, পরে রেজুলেশন আকারে গত সোমবার আটজনের নাম উপজেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।’

মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী বলেন, ‘বহিষ্কৃতরা নৌকার পক্ষে কাজ করছেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত