বিনোদন ডেস্ক
মোক্ষম সময় বোধ হয় একেই বলে! রোববার রাতে বসেছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগীত তারকারা হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। ‘অল টু ওয়েল’ গানের ১০ মিনিট ভার্সনের ভিডিওর জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারটি উঠল টেইলর সুইফটের হাতে। পুরস্কার হাতে নিয়েই যে কথাটি বললেন গায়িকা, সেটির জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই! হলভর্তি দর্শকের সামনে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। বললেন, ‘আমার মনে হয়, নতুন ঘোষণা দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হয় না। আগামী ২১ অক্টোবর আমার নতুন অ্যালবাম আসছে। বাকিটা বলব মাঝরাতে।’
‘মাঝরাত’ এই অ্যালবামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শব্দ। টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি। গায়িকার ওয়েবসাইটে এখন থেকেই চলছে ‘মিডনাইটস’-এর প্রি-অর্ডার। সুইফট জানিয়েছেন, এ তো শুধু ১৩টি গান নয়, তাঁর জীবনের ঘুমহীন ১৩ রাতের গল্প।
টেইলর সুইফট বলেন, ‘যে রাতগুলো কেটেছে শঙ্কায়-আতঙ্কে আর মিষ্টি স্বপ্নে, সেই সব রাতে লেখা গানের সংগ্রহ এই অ্যালবাম। যে পথ আমাদের এগিয়ে দিয়েছে, যেসব বাধা আমাদের আটকে দিতে চেয়েছে। যাঁরা বারবার উপেক্ষিত হয়েছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন এই আশা নিয়ে যে হয়তো ঘড়ির কাঁটা আবার এক জায়গায় আসবে, আবারও আমাদের দেখা হবে নিজেদের সঙ্গে। সবার জন্যই এই গান।’
টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি।
জানা গেছে, ‘মিডনাইটস’ অ্যালবামটি প্রকাশও হবে মাঝরাতে। সর্বশেষ দুই বছর আগে পাঁচ মাসের ব্যবধানে প্রকাশ পেয়েছিল সুইফটের দুই অ্যালবাম ‘ফোকলোর’ ও ‘এভারমোর’। ‘ফোকলোর’ অ্যালবামটি গত বছর গ্র্যামিতে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিল।
মোক্ষম সময় বোধ হয় একেই বলে! রোববার রাতে বসেছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগীত তারকারা হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। ‘অল টু ওয়েল’ গানের ১০ মিনিট ভার্সনের ভিডিওর জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারটি উঠল টেইলর সুইফটের হাতে। পুরস্কার হাতে নিয়েই যে কথাটি বললেন গায়িকা, সেটির জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই! হলভর্তি দর্শকের সামনে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। বললেন, ‘আমার মনে হয়, নতুন ঘোষণা দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হয় না। আগামী ২১ অক্টোবর আমার নতুন অ্যালবাম আসছে। বাকিটা বলব মাঝরাতে।’
‘মাঝরাত’ এই অ্যালবামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শব্দ। টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি। গায়িকার ওয়েবসাইটে এখন থেকেই চলছে ‘মিডনাইটস’-এর প্রি-অর্ডার। সুইফট জানিয়েছেন, এ তো শুধু ১৩টি গান নয়, তাঁর জীবনের ঘুমহীন ১৩ রাতের গল্প।
টেইলর সুইফট বলেন, ‘যে রাতগুলো কেটেছে শঙ্কায়-আতঙ্কে আর মিষ্টি স্বপ্নে, সেই সব রাতে লেখা গানের সংগ্রহ এই অ্যালবাম। যে পথ আমাদের এগিয়ে দিয়েছে, যেসব বাধা আমাদের আটকে দিতে চেয়েছে। যাঁরা বারবার উপেক্ষিত হয়েছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন এই আশা নিয়ে যে হয়তো ঘড়ির কাঁটা আবার এক জায়গায় আসবে, আবারও আমাদের দেখা হবে নিজেদের সঙ্গে। সবার জন্যই এই গান।’
টেইলর সুইফটের দশম স্টুডিও অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘মিডনাইটস’। ১৩টি গান আছে এতে। সবই মাঝরাতে লিখেছেন তিনি। ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল—চারভাবে পাওয়া যাবে অ্যালবামটি।
জানা গেছে, ‘মিডনাইটস’ অ্যালবামটি প্রকাশও হবে মাঝরাতে। সর্বশেষ দুই বছর আগে পাঁচ মাসের ব্যবধানে প্রকাশ পেয়েছিল সুইফটের দুই অ্যালবাম ‘ফোকলোর’ ও ‘এভারমোর’। ‘ফোকলোর’ অ্যালবামটি গত বছর গ্র্যামিতে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিল।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪