দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে বাবুল সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ডিবি হাজত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া বাবুল সরদারের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা জুড়ন সরদারের ছেলে। তাঁর পরিবারের দাবি, বাবুল সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করেছেন। তাঁরা লাশ নিতে অস্বীকার করেছেন। তবে পুলিশ বলছে, বাবুল সরদার লকআপের ভেতরে আত্মহত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, বাবুল সরদারকে শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে গোয়েন্দা পুলিশের লকআপে রাখা হয়। গতকাল রোববার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গত শনিবার দিবাগত রাতের কোনো একসময় তিনি নিজের কোমরে ব্যবহৃত সুতালি (রশি) লকআপের গেটের গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এদিকে বাবুল সরদারের মেয়ে সুলতানা মুন্সি জানান, শনিবার সকালে বোরকা পরা এক নারী আকস্মিকভাবে তাঁদের বাড়িতে ঢুকে তাঁর বাবার ঘরে ফেনসিডিল রেখে নিকটে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যদের ইশারা করেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁর বাবাকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার দেখায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার টাকাও নিয়ে যায় তারা। মুন্নি বলেন, ‘আমার বাবা কোমরে কখনো সুতালি (রশি) ব্যবহার করতেন না।’
তিনি কীভাবে লকআপের মধ্যে আত্মহত্যা করলেন, সে প্রশ্ন রেখে মুন্নি আরও বলেন, ‘গেটের গ্রিলের সঙ্গে নিজেকে সুতালিতে ঝুলিয়ে কি কখনো আত্মহত্যা করা সম্ভব? পুলিশ তাঁকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের কোমরে থাকা রশি পেঁচিয়ে লকআপের গেটের গ্রিলে ঝুলে রাত তিনটার দিকে আত্মহত্যা করেছেন। পরে ম্যাজিস্ট্রেট আকতার হোসেন ও মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমারের উপস্থিতিতে লাশ নামিয়ে ময়নাতদন্ত করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও জানান, এই স্পর্শকাতর ঘটনায় পুলিশের এএসআই শেখ সোহেল, কনস্টেবল শরিফুলসহ দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে বাবুল সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ডিবি হাজত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া বাবুল সরদারের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা জুড়ন সরদারের ছেলে। তাঁর পরিবারের দাবি, বাবুল সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করেছেন। তাঁরা লাশ নিতে অস্বীকার করেছেন। তবে পুলিশ বলছে, বাবুল সরদার লকআপের ভেতরে আত্মহত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, বাবুল সরদারকে শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে গোয়েন্দা পুলিশের লকআপে রাখা হয়। গতকাল রোববার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গত শনিবার দিবাগত রাতের কোনো একসময় তিনি নিজের কোমরে ব্যবহৃত সুতালি (রশি) লকআপের গেটের গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এদিকে বাবুল সরদারের মেয়ে সুলতানা মুন্সি জানান, শনিবার সকালে বোরকা পরা এক নারী আকস্মিকভাবে তাঁদের বাড়িতে ঢুকে তাঁর বাবার ঘরে ফেনসিডিল রেখে নিকটে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যদের ইশারা করেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁর বাবাকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার দেখায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার টাকাও নিয়ে যায় তারা। মুন্নি বলেন, ‘আমার বাবা কোমরে কখনো সুতালি (রশি) ব্যবহার করতেন না।’
তিনি কীভাবে লকআপের মধ্যে আত্মহত্যা করলেন, সে প্রশ্ন রেখে মুন্নি আরও বলেন, ‘গেটের গ্রিলের সঙ্গে নিজেকে সুতালিতে ঝুলিয়ে কি কখনো আত্মহত্যা করা সম্ভব? পুলিশ তাঁকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের কোমরে থাকা রশি পেঁচিয়ে লকআপের গেটের গ্রিলে ঝুলে রাত তিনটার দিকে আত্মহত্যা করেছেন। পরে ম্যাজিস্ট্রেট আকতার হোসেন ও মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমারের উপস্থিতিতে লাশ নামিয়ে ময়নাতদন্ত করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও জানান, এই স্পর্শকাতর ঘটনায় পুলিশের এএসআই শেখ সোহেল, কনস্টেবল শরিফুলসহ দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২০ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪