Ajker Patrika

খাগড়াছড়িতে পুলিশের ৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ২৩
খাগড়াছড়িতে পুলিশের ৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলার ৪ পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড হলে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এডিশনাল ডিআইজি ও এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আওরঙ্গজেব মাহবুব।

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় একাত্তরের রণাঙ্গনে সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ বীর সদস্য যথাক্রমে এএসআই ভুপেন ত্রিপুরা, কনস্টেবল নুরুল ইসলাম, কনস্টেবল কাবিল মিয়া এবং কনস্টেবল অংকিউ মগকে ফুল, নগদ অর্থ এবং পরিধেয় দিয়ে সম্মান জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত।

এ সময় মঞ্চে অতিথি হিশেবে অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. এইচ. এরশাদ, এ. এস. ডপ. (ডিএসবি) চৌধুরী মো. তানভীর, সদর থানার ওসি মুহাম্মদ রশিদ এবং ডিআইআইও (ওয়ান) আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত