Ajker Patrika

নদীতে জেগে উঠছে চর, হেঁটেই পারাপার

হিরামন মণ্ডল সাগর, বটিয়াঘাটা
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১: ১৯
Thumbnail image

ভদ্রা নদী দিন দিন নাব্যতা হারাচ্ছে। এর অনেক স্থানে জেগে উঠছে চর। বটিয়াঘাটা উপজেলায় এ নদীতে ভাটার সময় নৌকা চলতে পারে না। বর্তমানে এ নদী হেঁটেই পার হওয়া যায়। অনেক নারী-পুরুষ ও শিশুকে নদী হেঁটে পার হতে দেখা যাচ্ছে। ভাটার সময় নদীতে নেমে কিশোর-কিশোরীরা আনন্দে মেতে ওঠে।

বটিয়াঘাটার বারোআড়িয়া চৌমুহনা, গাওঘরা, শরাফপুর, কাঞ্চননগর, উত্তর শৈলমারীতে ভদ্রা নদীতে ভাটার সময় মানুষ হেঁটে পারাপার হচ্ছে। এর মধ্যে গাওঘরা ও শরাফপুরে নদীতে হঠাৎ জেগে উঠেছে বালুর দ্বীপ। গাওঘরা-শরাফপুর খেয়াঘাটে ৩০ বছর যাত্রী পারাপার করেন মাঝি অরুন দাস। তিনি বলেন, আমার জীবনটা পার করেছি যাত্রী পারাপার করে। এখন নদীতে ভাটার সময় নৌকা চালানো যাচ্ছে না।

ঘাট ইজারাদার মো. শরিফ বলেন, আমি প্রতিবছর খুলনা জেলা পরিষদ থেকে ১২ লাখ টাকা দিয়ে ঘাটটি ইজারা নেই। কিন্তু এবার ঘাটের যে অবস্থা তাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হব। যে টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছি, সে টাকা বছরের মধ্যে তোলা সম্ভব নয়। তাই আমি এ বছর ঘাট ইজারা নিয়ে অনেক ক্ষতির আশঙ্কা করছি।

বারোআড়িয়া-রায়পুর ঘাট ইজারাদার মো. ইবাদুল বলেন, নদীতে জোয়ার থাকলে মানুষ পারাপার হয়। ভাটা হলে কেউ কাদা মেখে নৌকায় উঠতে চায় না। এমনকি ভাটার সময় বালুর চরে নৌকা আটকে যায়। সরকার ঘাট থেকে প্রতিবছর ২-৩ লাখ টাকা ইজারা নিয়ে থাকে।

বারোআড়িয়া বাজার কমিটির সভাপতি মিলন কান্তি মল্লিক বলেন, এই বাজারে এক সময় ঢাকাসহ বিভিন্ন জেলা শহরের ব্যবসায়ীরা আসতেন ব্যবসা করতে। প্রতি শুক্রবার এই বাজারে সাপ্তাহিক হাট বসে। যেখানে হাজারো লোকের সমাগম ছিল। কিন্তু আজ আর এখানে সেরকম জনসমাগম হয় না। কারণ একটাই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। নদীগর্ভে বাজারটি হারিয়ে গেছে। এ ছাড়া নাব্যতা না থাকায় দূর থেকে আসা ব্যবসায়ীরা এখন আর বাজারে আসে না। এ কারণে আজ এই ঐতিহ্যবাহী বাজারটি বিলুপ্তের পথে।

বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নদীনালা যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তাতে শিগগিরই নৌ চলাচল বন্ধ হওয়ার উপক্রম দেখা দেবে। সরকার নদী খনন ও হাট-বাজারের উন্নয়নকাজ চলমান রেখেছে। আমি এই সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত