Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধা ৩০ পুলিশ সদস্যকে সংবর্ধনা

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
Thumbnail image

মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩০ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হরিশপুর জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে এ সংবর্ধনা দেওয়া হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত