Ajker Patrika

মনোনয়ন পাওয়ার দিনই মামলা খেলেন নৌকার প্রার্থী

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫৭
মনোনয়ন পাওয়ার দিনই মামলা খেলেন নৌকার প্রার্থী

পঞ্চম ধাপে অনুষ্ঠেয় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। গত শনিবার এ মনোনয়ন নিশ্চিত করে দলটির মনোনয়ন বোর্ড। আর মনোনয়ন পাওয়ার দিনই জাল দলিল করে জমি বিক্রির ও প্রতারণার অভিযোগে সাভার মডেল থানায় মামলা হয়েছে সুজনের বিরুদ্ধে। এ ছাড়া আগে থেকেই তাঁর নামে চাঁদাবাজির মামলা আছে।

গতকাল সোমবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মাকারিয়াস দাস। এর আগে গত রোববার আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। একই দিন বিরুলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান সাইদুর রহমান সুজন।

সুজন ছাড়া মামলায় আসামি করা হয়েছে বিরুলিয়া ইউনিয়নের মৃত আনন্দময়ী কর্মকারের ছেলে মধুসূদন কর্মকার (৮৩), মৃত আতাউল্লাহ মাতবরের ছেলে মিরাজ মিয়া (৫৪), মৃত জনাব আলী খানের ছেলে ওয়াজ উদ্দিন খান, মঙ্গল মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল ও মধুসূদন কর্মকারের ছেলে লিপন কর্মকার।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকর্তা ও মামলার বাদী মুজিবুর রহমান বলেন, ‘১৯৭২ সালে মধুসূদন বিরুলিয়া ব্রিজ সংলগ্ন ১৩০.৪ শতাংশ জায়গা বিক্রি করে দেন। যাঁরা জমিটি কিনেছিলেন আমরা তাঁদের কাছ থেকে কিনে নেই। কিন্তু ২০১৭ সালে মধুসূদন, সাইদুর রহমান সুজনসহ আসামিরা জালিয়াতি করে আবার জমিটি আরেক জনের কাছে বিক্রি করে দেন।’

মুজিবুর বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা আদালতে মামলা করি। বিষয়টি আদালত আমলে নিয়ে থানাকে মামলা নথিভুক্তের নির্দেশ দেন। পরে ছয়জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়। সুজন চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগেও এমন অনেক অভিযোগ আছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেন।’

এ বিষয়ে সাইদুর রহমান সুজন বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন মামলা করেছেন। তবে আগামীকাল মঙ্গলবার তাঁদের সঙ্গে বসে মীমাংসা করার কথা রয়েছে। আশা করি সমস্যা শেষ হবে যাবে।’

সাভার মডেল থানার পরিদর্শক (ইনটেলিজেন্স) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকারিয়াস দাস বলেন, জমি জালিয়াতি করে বিক্রির বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে ১৫ নভেম্বর ও ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত