Ajker Patrika

ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ১৪
ফেনসিডিলসহ পুলিশ সদস্য আটক

লালমনিরহাটের কালীগঞ্জে ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত।

লালমনিরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন স্টিকার লাগানো গাড়িতে করে রংপুরসহ সারা দেশে মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা-রংপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুরগামী একটি মোটরসাইকেল সন্দেহমূলকভাবে আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে হাতিবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে পুলিশের কনস্টেবল হুমায়ুন কবির বলে পরিচয় দেন।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘হুমায়ুন কবির নামে হাইওয়ে থানায় কনস্টেবল পদে একজন কর্মরত আছেন। তিনি আজ একটি চিঠি নিয়ে বগুড়া যাচ্ছিলেন, পথে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।’

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, এখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লোকজন আসেনি। আসলে বিস্তারিত জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত