নিখোঁজ হওয়ার ৯ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা থেকে কিশোর ফয়সাল আহম্মেদের (১৭) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোরে পৌরসভার ঋষিপাড়ার একটি খালের কচুরিপানার নিচ থেকে ওই লাশ উদ্ধার করে র্যাব-১১ এর একটি দল।
এর আগে র্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। তাঁদের দেওয়া তথ্য মতে পরে ফয়সাল আহাম্মেদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল আহাম্মেদ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া দুজন সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল আহাম্মেদ নিখোঁজ হয়। নিখোঁজের পর ফয়সাল আহাম্মেদের মামা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে র্যাবের সদস্যরা ঘটনাটি তদন্ত করে বৃহস্পতিবার রাতে ঋষিপাড়া গ্রাম থেকে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামের দুই যুবককে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানান, পূর্বশত্রুতার জের ধরে তাঁরা দুজন ফয়সাল আহাম্মেদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে তাঁদের বাড়ির পাশের একটি খালে লাশ ফেলে ওপরে কচুরিপানা দিয়ে ডুবিয়ে রাখেন। পরে আসামিদের জবানবন্দি অনুযায়ী খালের কচুরিপানা পরিষ্কার করে ফয়সালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।
নিখোঁজ হওয়ার ৯ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা থেকে কিশোর ফয়সাল আহম্মেদের (১৭) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোরে পৌরসভার ঋষিপাড়ার একটি খালের কচুরিপানার নিচ থেকে ওই লাশ উদ্ধার করে র্যাব-১১ এর একটি দল।
এর আগে র্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামে দুই যুবককে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। তাঁদের দেওয়া তথ্য মতে পরে ফয়সাল আহাম্মেদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল আহাম্মেদ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া দুজন সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাতে ফয়সাল আহাম্মেদ নিখোঁজ হয়। নিখোঁজের পর ফয়সাল আহাম্মেদের মামা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে র্যাবের সদস্যরা ঘটনাটি তদন্ত করে বৃহস্পতিবার রাতে ঋষিপাড়া গ্রাম থেকে অপূর্ব চন্দ্র দাস ও তপু চন্দ্র দাস নামের দুই যুবককে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক জানান, পূর্বশত্রুতার জের ধরে তাঁরা দুজন ফয়সাল আহাম্মেদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে তাঁদের বাড়ির পাশের একটি খালে লাশ ফেলে ওপরে কচুরিপানা দিয়ে ডুবিয়ে রাখেন। পরে আসামিদের জবানবন্দি অনুযায়ী খালের কচুরিপানা পরিষ্কার করে ফয়সালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫